টলিপাড়ায় নতুন গসিপের ঝড়—এক আশ্চর্য মিলনকে কেন্দ্র করে। গায়ক দুর্নিবার সাহা–র প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন। আর পাত্র? তিনি হৃতজিৎ রায়চৌধুরী, যিনি আবার দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলার প্রাক্তন প্রেমিক! অর্থাৎ দু’জন দুই প্রাক্তন—এবার তাঁরা নিজেরাই এক হয়েছেন বৈবাহিক বন্ধনে।
নিঃশব্দে বিয়ে, আজ রিসেপশন
শিল্পী-মহলের সূত্র বলছে, বেশ কিছুদিন আগেই রেজিস্ট্রি সেরেছেন মীনাক্ষী ও হৃতজিৎ। নিজেদের সম্পর্ক কাউকে বুঝতে দেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় দু’জনেই একে অপরকে ফলো করেন, কিন্তু একটিও যুগল ছবি নেই তাঁদের প্রোফাইলে। সম্পূর্ণ নীরবে সেরে ফেলেছেন বিয়ে। আজ, বৃহস্পতিবার, আয়োজন করা হয়েছে একটি রিসেপশনের, যেখানে ঘনিষ্ঠ মানুষজন উপস্থিত থাকবেন।
কে এই হৃতজিৎ?
হৃতজিৎ কলকাতার একটি নামী প্রযোজনা সংস্থায় কর্মরত। ছবির কালার কারেকশন-এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর ওপর। এর আগেও তিনি চর্চায় এসেছিলেন অভিনেত্রী ও প্রসেনজিতের সহকারী মোহর–এর সঙ্গে প্রেমের কারণে। সেই সম্পর্কের ইতি ঘটলেও এবার সুখবর নিয়ে এসেছে তাঁর জীবনের নতুন অধ্যায়।
দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের গল্প
২০২১ সালের গোড়ায় দুর্নিবার ও মীনাক্ষীর সামাজিক বিয়ে হয়েছিল। তার আগেই তাঁরা রেজিস্ট্রিতে আইনত বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সংসারও শুরু করেছিলেন। দুর্নিবার নিজেই ভালোবেসে বিয়ে করেছিলেন মীনাক্ষীকে। কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতেই সম্পর্কে দেখা দেয় অশান্তি। শেষমেশ আলাদা হয়ে যান দু’জন।
২০২৩ সালে দুর্নিবার বিয়ে করেন মোহরকে। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিনি নিজে দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করান। বর্তমানে দুর্নিবার–মোহর দম্পতির এক পুত্র সন্তানও রয়েছে।
প্রাক্তনকে কটাক্ষ, নতুন জীবনে পদক্ষেপ
দুর্নিবারের দ্বিতীয় বিয়ের পর মীনাক্ষীর সোশ্যাল মিডিয়া পোস্টগুলো প্রায়ই ইঙ্গিত দিত অতৃপ্ত রাগ ও ক্ষোভের দিকে। যদিও সরাসরি দুর্নিবারের নাম নিতেন না, তবু তাঁর পোস্টে সম্পর্ক–পরিত্যাগ সম্পর্কিত নানা ইঙ্গিত থাকত। এক পোস্টে তিনি লিখেছিলেন—
“জীবনে রণবীর সিংয়ের আগমনে জন্য রণবীর কাপুরকে যেতে দিতে হয়।”
এই ইঙ্গিতপূর্ণ কথার পরই এখন তিনি নতুন জীবনে পা রাখলেন হৃতজিৎকে সঙ্গী করে।
শেষ কথা
টলিপাড়ায় প্রেম, বিয়ে, বিচ্ছেদ, নতুন সম্পর্ক—সবটাই যেন ছবির গল্পের মতো। মীনাক্ষী ও হৃতজিতের এই অপ্রত্যাশিত মিলন নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষমেশ ব্যক্তিগত জীবনে সুখ খুঁজে পাওয়া—সেটাই মুখ্য। আর সেই সুখের সন্ধানেই দু’জনের নতুন পথচলা।
আরও পড়ুন
Kanchan-Sreemoyee: মেয়েকে নিয়ে প্রথম আন্তর্জাতিক সফর কাঞ্চন-শ্রীময়ীর, উচ্ছ্বসিত দম্পতি
নবদম্পতিকে শুভেচ্ছা
আরও পড়ুন
Sonakshi-Jaheer: স্বামীর জন্মদিনে তাকে চুম্বনে ভরিয়ে তুললেন অভিনেত্রী সোনাক্ষী, ভাইরাল ভিডিও