৩০০ কোটির ছবিতেও এত টাকা আয় হয়নি, ‘ভ্লগিং’ করে কত উপার্জন করেন ফরাহ?

প্রায় তিন দশকের কর্মজীবন তাঁর। প্রথম জীবন শুরু করেছিলেন নৃত্যপ্রশিক্ষক হিসেবে। হৃতিক রোশন, সলমন খান, আমির খান থেকে শাহরুখ—বলিউডের তাবড় অভিনেতাদের নাচ শেখানো মানুষের নাম ফরাহ খান। পরে ‘ম্যায় হুঁ না’ দিয়ে পরিচালনায় ডেবিউ করে একের পর এক বাণিজ্যসফল ছবি উপহার দেন তিনি।

তবে সময় বদলেছে। ক্যারিয়ারের প্রথম দিকের দুই ছবি সফল হলেও পরের দুটি—‘তিস্‌ মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’—বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। প্রযোজকদেরও বড় অঙ্কের ক্ষতি হয়। পরিচালনার পাশাপাশি নৃত্যপরিচালনার কাজ করলেও ফরাহ বুঝতে পারেন, সিনেমায় আগের মতো সফলতা আর মিলছে না।

এই সময়ই মাথায় আসে নতুন ধারণা—ইউটিউব চ্যানেল খুলে ‘ভ্লগিং’ শুরু করার। বাড়ির রাঁধুনিকে সঙ্গে নিয়ে শুট করা সেই ভিডিওগুলো অল্প সময়েই দর্শকদের মনে দাগ কাটে। ফরাহ নিজেই জানিয়েছেন, এখন ভ্লগিং থেকে তাঁর উপার্জন অনেক সময় ৩০০ কোটির সিনেমার সাফল্যের থেকেও বেশি হয়ে দাঁড়ায়। যদিও ঠিক কত আয় করেন তা প্রকাশ করেননি, তবে ব্র্যান্ড কোলাবরেশনে তাঁর পারিশ্রমিক ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকার মধ্যে বলে জানা যায়।

ফরাহ জানান, তাঁর তিন সন্তান আগামী বছর বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, যার খরচও কম নয়। তাই নিয়মিত কাজ ও উপার্জনের প্রয়োজনেই এই ভ্লগিং তাঁর নতুন পথ। তবে পরিচালনা পুরোপুরি ছাড়ছেন না তিনি। শরীর যদি সায় দেয়, তাহলে ৮০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যেতে চান।

আরও পড়ুন
অনুনয় সুদের আত্মার শান্তি কামনায় প্রার্থনার অনুরোধ পরিবারের, মাত্র ৩২ বছরেই প্রয়াত দুবাইয়ের প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

FAQ

১. ফরাহ খান কোন পেশা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন?
নৃত্যপ্রশিক্ষক হিসেবে।

২. কোন ছবির মাধ্যমে পরিচালনায় ডেবিউ করেন তিনি?
‘ম্যায় হুঁ না’।

৩. তাঁর কোন দুটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়?
‘তিস্‌ মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’।

৪. কেন তিনি ভ্লগিং শুরু করেন?
সিনেমায় সফলতা না পাওয়া এবং উপার্জনের প্রয়োজন থেকে।

৫. তাঁর ভ্লগিং শুরু কীভাবে হয়?
বাড়ির রাঁধুনিকে সঙ্গে নিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে।

৬. ভ্লগিং থেকে তাঁর উপার্জন কতটা হতে পারে?
ব্র্যান্ড কোলাবরেশনে ৫০ লক্ষ থেকে ২ কোটি টাকা।

৭. ফরাহের মতে ভ্লগিং কতটা লাভজনক?
তিনি বলেন, কখনও কখনও এটি ৩০০ কোটির সিনেমার সাফল্যের থেকেও বেশি আয় দেয়।

৮. তাঁর তিন সন্তান কোথায় পড়তে যাবে?
আগামী বছর বিশ্ববিদ্যালয়ে।

৯. পরিচালনা কি তিনি পুরোপুরি ছেড়ে দিয়েছেন?
না, সুযোগ পেলে আবারও ফিরতে চান।

১০. কত বছর বয়স পর্যন্ত কাজ করতে চান তিনি?
যদি শরীর সায় দেয়, তবে ৮০ বছর পর্যন্ত।

#FarahKhan #BollywoodNews #VloggingSuccess

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক