ভারতীয় টেলিভিশনের ইতিহাসে কপিল শর্মা আজ এক অবিচ্ছেদ্য নাম। কৌতুকশিল্পী থেকে দেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালক—এই দীর্ঘ পথচলার শুরুটা কিন্তু ছিল অত্যন্ত সাধারণ। পঞ্জাব থেকে মুম্বইয়ে আসা এক তরুণের প্রথম পারিশ্রমিক ছিল মাত্র ৫০০ টাকা। সেই কপিল শর্মাই আজ প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক।
কপিলের জীবনের মোড় ঘোরে ২০০৭ সালে। সে বছর তিনি একটি জনপ্রিয় কমেডি শো-এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন। পুরস্কার হিসেবে পান ১০ লক্ষ টাকা এবং তার সঙ্গেই আসে পরিচিতি। এই জয় তাঁর কেরিয়ারের ভিত শক্ত করে দেয়। এর পর ২০১০ থেকে ২০১৩—এই সময়কালে একের পর এক কমেডি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রায় প্রতিবারই বিজয়ী হন কপিল। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টেলিভিশনের সবচেয়ে নির্ভরযোগ্য হাস্যকৌতুক মুখ।
২০১৩ সাল থেকে কপিল শর্মার জীবনে আসে সবচেয়ে বড় অধ্যায়। তিনি নিজস্ব হাস্যরসাত্মক অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন। শুধু সঞ্চালক হিসেবেই নয়, সেই শো-এর সহ-প্রযোজক হিসেবেও যুক্ত থাকেন তিনি। এখান থেকেই শুরু হয় তাঁর বিপুল আয়। সাধারণ দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ, সামাজিক রসিকতা আর সাবলীল উপস্থাপনার জন্য তাঁর শো দ্রুত জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়।
ছোটপর্দার সাফল্যের পাশাপাশি কপিল পা রাখেন বড়পর্দাতেও। ২০১৫ সালে মুক্তি পায় তাঁর প্রথম মুখ্য চরিত্রের ছবি ‘কিস কিস কো প্যায়ার করুঁ’। এরপর ‘ফিরঙ্গি’, ‘জ়ুইগ্যাটো’ এবং ‘কিস কিস কো প্যায়ার করুঁ ২’—এই ছবিগুলিতে অভিনয় করে তিনি অভিনেতা হিসেবেও নিজের জায়গা তৈরি করেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কপিলের জনপ্রিয়তা শুধু টেলিভিশনেই সীমাবদ্ধ থাকেনি। তাঁর অনুষ্ঠান ওটিটি প্ল্যাটফর্মেও সম্প্রচার শুরু হয়। শোনা যায়, নিজের নামাঙ্কিত ওই অনুষ্ঠানের জন্য তিনি প্রায় ১৫০ কোটি টাকার চুক্তিতে সই করেন। পাশাপাশি টেলিভিশনে সঞ্চালনার জন্য পর্বপিছু প্রায় পাঁচ কোটি টাকা পারিশ্রমিক নেন কপিল।
আয়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর সম্পদের বহরও। মুম্বইয়ে রয়েছে তাঁর বিলাসবহুল ফ্ল্যাট, পাশাপাশি দুবাইয়েও একটি ফ্ল্যাটের মালিক তিনি। একাধিক দামি গাড়ির সংগ্রহ রয়েছে কপিলের। শুধু বিনোদন জগতেই নয়, ব্যবসার দিকেও নজর দিয়েছেন তিনি। কানাডায় একটি ক্যাফে ব্যবসা শুরু করেছেন কপিল শর্মা।
আরও পড়ুন
Deepika: ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি, সাদা পোশাকে দীপিকার মনমাতানো ফটোশ্যুট
‘ফরচুন ইন্ডিয়া’ সূত্র অনুযায়ী, ২০২৩–২০২৪ অর্থবর্ষে কপিল শর্মা প্রায় ২৬ কোটি টাকা আয়কর দিয়েছেন। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।
আরও পড়ুন
‘মুক্তো নয়, তুমি হীরে’—বিবাহবার্ষিকীতে অহনাকে জড়িয়ে ভালোবাসার পোস্ট দীপঙ্করের
সংগ্রাম, প্রতিভা, ধারাবাহিক পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত—এই চার স্তম্ভের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে কপিল শর্মার সাফল্যের সাম্রাজ্য। ৫০০ টাকার প্রথম পারিশ্রমিক থেকে আজ ৩০০ কোটির মালিক—কপিল শর্মার জীবন সত্যিই অগণিত মানুষের কাছে এক অনুপ্রেরণার গল্প।
আরও পড়ুন
ছ’বছরের প্রেমে বাগ্দানের সিলমোহর: কবে বিয়ে করছেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা?