kmc 20240815 012025 g1Jdqglj38

RG Kar Case: আর জি কর মেডিকেল হাসপাতালের তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা। সাধারণ মানুষ থেকে বিশিষ্টরা পথে নেমেছে। নবীন থেকে প্রবীণ সকলেই অভিযুক্তদের শাস্তির জন্য প্রতিবাদ গড়ে তুলেছেন। আজ রাত ১১টায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারী স্বাধীনতার জন্য পথে নামতে চলেছে মেয়েরা। যদিও এই আন্দোলন প্রথমে কলকাতার বুকে সীমাবদ্ধ থাকলেও তা এখন ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়।

আর এরই মাঝে এই ঘটনা সম্পর্কে মুখ খুললেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “কোনও ধরনের সান্তনাবাক্য যথেষ্ট হতে পারে না এই পরিবারের জন্য। যা হয়েছে, এবং এখন যা হচ্ছে তা ভয়ঙ্কর। অন্তত এইটুকু বলতে পারি মেনে নেওয়া যায় না। যেভাবে বিভিন্ন কোনা থেকে সাধারণ মানুষের প্রতিবাদের সুর উঠে আসছে, এখন এটাই দরকার। ন্যায়বিচার পাওয়াটা, এবং জলদি পাওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকারি।”

তিনি আরও বলেন, “সঙ্গে এটাও মনে রাখতে হবে, যে প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, তা যেন সঠিক দিশা থেকে বেরিয়ে না যায়। ভিতরের রাগ, বিরক্তি যেন কোথাও গিয়ে হারিয়ে না যায়। সাধারণ মানুষকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া চলবে না। অনেক হয়েছে, এখন সবাইকে তা বুঝতে হবে।” এই পোস্টে যদিও কমেন্ট বক্স বন্ধ রেখেছেন আবীর। তবে সকলেই ছবিটি লাইক করেছেন।

তবে শুধু আবীর নয়, প্রতিবাদে পথে নামতে চলেছে টলি পাড়ার অনেকেই। আজ রাতে মেয়েদের ‘রাত দখল’-এর মিছিলে সামিল হতে চলেছেন টলি পাড়ার একাধিক অভিনেত্রী থেকে গায়িকা। দিতিপ্রিয়া রায়, ইমন চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র সহ একাধিক তারকা হাজির থাকবেন এই মিছিলে। শহর ছাড়িয়ে এই মিছিল এখন গোটা রাজ্য জুড়ে হতে চলেছে।

এই মিছিল হতে চলেছে একেবারে অরাজনৈতিক। কোনোরকম রাজনীতির পতাকা নিয়ে নয়, মোমবাতি নিয়ে নয়৷ বরং মেয়েরা তাদের উপস্থিতির মধ্যে দিয়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে দিতে চায় দিকে দিকে। ইতিমধ্যে চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষনের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই। আর তারপরই তারা কাজে নেমে পড়েছেন। ধৃত সঞ্জয় রায়কে পুলিশি হেফাজত থেকে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন,
*RG Kar Case: আগামী বছর বিয়ে ছিল, নির্যাতিতার প্রেমজীবনের সঙ্গে জুড়ে লগ্নজিতার গান ‘আমাদের স্বপ্নগুলো…’, কান্না চেপে রাখতে পারছেন না গায়িকা