হবু মা দীপিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আক্রমণ! কিন্তু কেন? জানুন

Future mother Deepika attacked as 'irresponsible'! But know why

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে দেখা গেলো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বেবিবাম্প। তবে তা দেখার পরেও সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা। এর আগে শোনা গিয়েছিলো সারোগেসির মাধ্যমে মা হতে চলেছেন অভিনেত্রী। কারণ তার বেবিবাম্পের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।

তবে ধীরে ধীরে দর্শকদের সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। সম্প্রতি ‘কলকি’ সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন তিনি। যেখানে তার সাথে ছিলেন অমিতাভ বচ্চন এবং প্রভাস। এদিন কালো রঙের একটি ড্রেস পরিহিত অবস্থায় দেখা গিয়েছে তাকে।

যেখানে স্পষ্ট হয়েছে তার বেবিবাম্প। তবে সমস্যা তৈরি করেছে তার পায়ের হাই হিল। কারণ, সেটি দেখে থাকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। তাদের মতে এই অবস্থায় হাই হিল পরা মোটেই উচিত হয়নি তার। এতে নাকি বাচ্চার ক্ষতি হতে পারে।

যদিও সেই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। এর আগে শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল তাকে। যা দেখার পর সকলেই বলেছিলেন হয়তো সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

c194359774f9262e15c9b769ea088a6b0d1822

যদিও সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। অন্যদিকে এই অবস্থাতেও কাজ থামিয়ে রাখেননি তিনি। আগামী সিনেমা ‘লেডি সিংহম’এর শ্যুটিং করতে দেখা গিয়েছে তাকে। সবমিলিয়ে বলতে গেলে গর্ভাবস্থাকালীন অবস্থাতেও চুটিয়ে কাজ করছেন তিনি।