RG Kar Case: ‘অভাব স্পষ্ট!’ কিসের অভাবের কথা বললেন যশ-স্ত্রী নুসরত

kmc 20240815 013804 SsUQmv1w7P

RG Kar Case: কলকাতায় আর জি কর হসপিটালের ধর্ষণকাণ্ডের ঘটনায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। ১৪ই আগস্ট রাত্রি ১১:০০ টার পরে রাত্রি দখল প্রতিবাদ শুরু হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন “আচ্ছা সত্যিই কি আমার স্বাধীন?

নুসরাত বলেন,অনেক রাত পর্যন্ত কাজ করা মানেই কি এই ধরনের নোংরামিকে আহ্বান জানানো? আমরা কি আদৌ স্বাধীন? মহিলারা কি নিরাপদ? কলকাতাকে ‘সিটি অফ জয়’ বলা হয়, সেটা আর থাকলো কোথায়! অভিনেত্রী এও বললো একটি ডাক্তার তার ডিউটি পালন করছিল আর সেখানে তবে নৃশংস হবে ধর্ষণ করে খুন করা হয়, এই ঘটনা ঘটার পরে এটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে আমাদের দেশে নারীদের কোনো নিরাপত্তা নেই।

এবছর লোকসভা নির্বাচনের কিছুদিন আগে সন্দেশখালি কর্মকাণ্ড নিয়ে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল। সন্দেশখালি এলাকার সাংসদ ছিল অভিনেত্রী নুসরাত জাহান।
সন্দেশখালীর ঘটনায় নুসরাত প্রতিবাদ মিছিল না করায় তাকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়।

নুসরত তখন জানান ১৭৪ নং ধরা জারি থাকায়, সেখানে তিনি গেলে তার পার্ষদরাও সঙ্গে যাবেন, ফলে মানুষের ভিড় বাড়বে সে কারণেই তিনি সেখানে যাননি। নুসরাত জাহান ১৪৪ নং ধারাকে ১৭৪ নং ধারা ভুল করে বলে ফেলেছিলেন তাই তাকে চলতি বছরের লোকসভা ভোটে দাঁড়ানোর টিকিট দেয়নি তৃণমূল পার্টি।

অভিনেত্রী বলেছেন যারা প্রশাসনের উচ্চ পদে রয়েছেন তাদের কাছে তার অনুরোধ আর জি কর কর্মকাণ্ডের ঘটনায় যারা দোষী তারা যেন শাস্তি পায়, আর তরুণীর পরিবারের লোকেরা যেন সঠিক বিচার পায়।

আরও পড়ুন,
*RG Kar Case: নারী স্বাধীনতার জন্য পথে মেয়েরা, তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় সরব আবীর চট্টোপাধ্যায়