সরকারি বিজ্ঞাপনে এমন অনেক দেখা যায় যেখানে বলা হয়, ছোটো পরিবার সুখী পরিবার। কিন্তু এই কথার বিপরীতে হাঁটেন অনেকেই। সম্প্রতি দেশের শাসক দলের একজন নেতা তিনি এই উক্তির বিপক্ষে হেঁটেছেন। তিনি হলেন মধ্যপ্রদেশের ব্রাহ্মণ সংগঠনের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া। তিনি বলেছেন, কোনও ব্রাহ্মণ যদি চার সন্তানের জন্ম দেন তবে তাকে ১ লক্ষ টাকা দেওয়া হবে।
তার মন্তব্য সাম্প্রদায়িক না হলেও এই নিয়ে বিতর্ক কম হয়নি। তার মন্তব্যকে শাসক দল একেবারেই প্রশ্রয় দেয়নি। বিষ্ণু রাজোরিয়া ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা পান। তাই তার কথাকে বিশেষ হেলাফেলা করা চলে না৷ তাই তার মন্তব্যকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই। ব্রাহ্মণ পরিবারে চার সন্তান হলেই ১ লক্ষ টাকা দেওয়া হবে এমন কথা বলার পর বিতর্ক শুরু হয়েছে।
ওই নেতা মূলত তরুণদের উদ্দেশ্য করে বলেছেন, সরাসরি তারা চাইলে এটা করতে পারেন। বিষ্ণু রাজোরিয়া এই মন্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন, দেশে ধর্মাদ্রোহীদের সংখ্যা বাড়ছে। আর তার কারণ হলো পরিবার বৃদ্ধিতে মন না দেওয়া। এমন কথা বলার পর সরাসরি না বলেও, একটি বিশেষ সম্প্রদায়কে কাঠগড়ায় তুলেছেন তিনি।
বিষ্ণু রাজোরিয়া আরও বলেন, তিনি সভাপতি থাকুন আর নাই থাকুন, ১ লক্ষ টাকা দেওয়া হবে। এদিকে বিজেপি নেতার এই কথার বিরোধিতা করেছে কংগ্রেস। যদিও রাজোরিয়ার মন্তব্যকে কোনোভাবেই সমর্থন করেনি বিজেপি। গেরুয়া শিবির এই মন্তব্যকে একান্তই বিষ্ণু রাজোরিয়ার নিজস্ব মন্তব্য বলেছে।
এক বিজেপি নেতার কথায়, ওই মন্তব্য একান্তই ব্যক্তিগত। দল এই মন্তব্যকে সমর্থন করে না। শাসক দল সংবিধান মেনে চলে বলে জানান তিনি। পাশাপাশি ওই বিজেপি নেতা জানান, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দম্পতির রয়েছে। এই বিষয়টি কোনো রাজনৈতিক নেতা ঠিক করে দিতে পারেন না।
আরও পড়ুন,
*‘একই খেলা তবে স্তর উচ্চতর!’..কোন খেলার কথা বললেন এই টলি তারকা? জানুন