বলিউডের অভিনেতা হলেও তাকে অনেকেই ‘গ্রিক গড’-এর সঙ্গে তুলনা করেন। তার দুর্দান্ত নাচের ভঙ্গি ও মেদহীন শরীর যা আকৃষ্ট করে অনেক নারীর মনকে। তিনি হলেন হৃত্বিক রোশন। পঞ্চাশ পেরিয়ে গেলেও তাকে দেখে তা বোঝার উপায় নেই। তার দুর্দান্ত শারীরিক গঠন যা আকর্ষণ জাগায় অনেকে নারীর মন। শুক্রবার নতুন বছরে পা রাখলেন অভিনেতা।
নিজেকে জন্মদিনটি অন্যান্য দিনের থেকে স্পেশাল হবেই। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবা আজাদ। সমুদ্র সৈকতে তোলা ছবি পোস্ট করেই তিনি প্রেমিককে শুভেচ্ছা জানান। হৃত্বিক অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ করতে পারেন। বলিউডের অন্যতম দুর্দান্ত ভালো ড্যান্সার তিনি তা নিসন্দেহে বলা যায়। অভিনয় জগতে একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।
তার অভিনীত প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ যা ব্লকবাস্টার হিট হয়েছিল। ছবিটি ৯২টি অ্যাওয়ার্ড জিতেছিল। যার ফলে সিনেমাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম লিখিয়ে ফেলে। তবে হৃত্বিক ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারলেও তা তিনি ছোটোবেলায় পারতেন না।
তার কথা বলায় সমস্যা ছিল৷ এরপর স্পিচ থেরাপির মাধ্যমে তা সম্পূর্ণ ঠিক হয়। এছাড়া স্কোলিওসিস অর্থাৎ মেরুদণ্ডের ছিল হৃত্বিকের। তাকে চিকিৎসক জানান যে তিনি কখনও নাচ করতে পারবেন না৷ কিন্তু চিকিৎসকের সেই কথা অভিনেতা মিথ্যা প্রমাণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে হৃত্বিক তার নিজের ছবি শেয়ার করেন।
বয়েস যে শুধুই সংখ্যা তা তিনি প্রমাণ করেছেন। আর তাই তার পঞ্চাশ পার হলেও সিক্স প্যাক দেখলে মনে হয় যেনো তিনি তরুণ এক অভিনেতা। তার শরীরের প্রতি কসরত যা মুগ্ধ করে সকলকে। অভিনেতা ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। চলতি বছরে অভিনেতার ‘ওয়ার টু’ ছবিটি মুক্তি পাবে।