একবার নয়, দু’বার নয় পরপর তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। বর্তমানে তার বিয়ে নিয়ে রীতিমতো সরগরম রয়েছে সোশ্যাল মিডিয়া। এই বিয়ে কি দীর্ঘস্থায়ী হবে নাকি চতুর্থবারের জন্য তার বিয়ে দেখতে চলেছেন সকলে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
এক কথায় বলতে গেলে তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়ার যেন শেষ নেই। এমনটা কি সত্যি করা উচিত? এই প্রশ্ন করা হয়েছিল তার প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে। যেই বিষয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন এটা একটা গণতান্ত্রিক দেশ তাই মানুষ কথা বলবেই।
তিনি বলেন, ‘ছোটো তারকা হোক বা বড়ো তারকা আমরা আছি কারণ মানুষ আমাদের দেখছে। যেদিন তারা দেখবে না বা কথা বলবে না সেদিন আমরাও থাকবো না। এবার যদি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার প্রসঙ্গ ওঠে তাহলে সেখানে বলতে হয় মানুষের ব্যক্তিগত জীবন কেন সামনে উঠে আসবে?’
সাথে তিনি এও বলেন যে, ‘এই যে দেখো ফেব্রুয়ারী মাসে আমার ছেলের জন্মদিন ছিল। আমি যদি সোশ্যাল মিডিয়ায় ছবি না দিই মানুষ কীভাবে জানবে সেটা? কীভাবে আলোচনা করবে? আমিই তো বলার জায়গা করে দিয়েছি। তাই জন্য তারা বলছেন। মানুষকে আটকানো যাবে না। উচিতও না।’,
অন্যদিকে তিনি নিজেকে নেতিবাচক জিনিস থেকে দূরে রাখার বিষয় জানিয়েছেন, তিনি এসব থেকে নিজেকে খুব সহজেই দূরে রাখতে পারেন। কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়ের একাধিক লিংক তার কাছে এসেছিল। যদিও তিনি দুই-একটা খুলে ফেলেছিলেন, তবে পরে তিনি ‘নট ইন্টারেস্টেড’ অপশনে ক্লিক করে দেন।