৮৩ বছর বয়সেও তাঁর জেদ, মনোবল ও পেশাদারিত্ব আজও অনবদ্য। বয়স যেন কেবলই একটা সংখ্যা— তা আরও একবার প্রমাণ করলেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। রাত ১টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র শ্যুটিং করলেন তিনি। ক্লান্তি শব্দটা যে বিগ বি-র অভিধানে নেই, তা তাঁর কাজই বলে দেয়।
বর্তমানে চলছে জনপ্রিয় কুইজ শোয়ের ১৭তম সিজন, যা ২০২৫ সালে শুরু হয়েছে। গত ২৫ বছরে মোট ১৭টি সিজনের মধ্যে ১৬টি সিজনে হোস্টের আসনে ছিলেন অমিতাভ, মাত্র একটি মরসুমে দায়িত্ব নিয়েছিলেন শাহরুখ খান। এভাবেই শোয়ের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বলিউডের মেগাস্টার।
এই সপ্তাহের দীপাবলি স্পেশাল এপিসোডে দর্শকদের জন্য থাকছে হাসির এক বিশেষ উপহার। কেবিসির মঞ্চে হাজির হতে চলেছেন জনপ্রিয় দুই কমেডিয়ান সুনীল গ্রোভার ও ক্রুষ্ণা অভিষেক। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেই পর্বের প্রোমো, যা নিয়ে উত্তেজনা তুঙ্গে।
প্রোমোতে দেখা গিয়েছে, সুনীল গ্রোভার নিজেই অমিতাভ বচ্চনের সাজে হাজির হয়েছেন— এমনকি বিগ বি-র স্টেপও নকল করেছেন তিনি। অন্যদিকে, ধর্মেন্দ্রর লুকে সেটে প্রবেশ করেন ক্রুষ্ণা অভিষেক। দু’জনের কৌতুক আর সংলাপে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। এক পর্যায়ে ক্রুষ্ণা মজা করে বলেন,
“এখানে অনেক নকল লোকজন ঘুরছে… আপনাকেও অমিতাভ বচ্চনের মতোই লাগছে!”
এরপরই হেসে প্রশ্ন করেন, “এই সাজে আপনি কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন?” — উত্তরে অমিতাভের হাসিতে কাঁপে স্টুডিও।
অভিনয়ের পাশাপাশি কাজের দিকেও ব্যস্ত অমিতাভ বচ্চন। তাঁকে শেষ দেখা গিয়েছিল রজনীকান্ত, ফাহাদ ফাসিল ও মঞ্জু ওয়ারিয়ারের সঙ্গে ‘ভেট্টাইয়ান’ ছবিতে, যা গত বছরের অক্টোবরে মুক্তি পেয়েছিল। এবার তিনি দেখা দেবেন ঋভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন ৮৪’-তে, যেখানে সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন ডায়ানা পেন্টি ও নিমরত কৌর।
বয়স ৮৩ হলেও, তাঁর কর্মনিষ্ঠা আর উজ্জ্বল উপস্থিতি আজও বলিউডের প্রজন্মদের অনুপ্রেরণা জোগায়— অমিতাভ মানেই পরিশ্রম, শৃঙ্খলা আর অদম্য মনোবল।
বিনোদন
Yash: লাল পাঞ্জাবী ও লাল সালোয়ারে দীপাবলির সন্ধ্যায় যশ-নুসরত! চোখ সরছে না ভক্তদের
#AmitabhBachchan #KaunBanegaCrorepati2025 ₹KBCSeason17 #KBC

