বর্তমানে ভারতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যানকার্ড বাধ্যতামূলক করা হয়েছে। প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি৷ আর্থিক প্রয়োজনীয়তা ছাড়াও সরকারি স্কিমের সুবিধা পেতে প্যান কার্ডের গুরুত্ব অপরিসীম। সরকারের তরফে আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য ও নিরাপত্তা প্রচারের লক্ষ্যে প্যান কার্ডের কিছু বদল ঘটানো হয়েছে। তাহলে জেনে নেওয়া যাক প্যান কার্ডের নতুন নিয়ম ও তার গুরুত্ব।
জনসাধারণের আর্থিক সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত সরকারের তরফে প্যান কার্ডের উপর বেশ কিছু বদল আনা হয়েছে। তার মধ্যে সবার প্রথমে রয়েছে আধার ও প্যান কার্ডের লিঙ্ক। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক। আর্থিক জালিয়াতি রোধ করতে ও নিরাপত্তাকে আরও কঠোর করতে এই ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন তবে তাকে অনেক সমস্যায় পড়তে হতে পারে। ব্যাঙ্কিং লেনদেনে অসুবিধা হতে পারে। সরকারি প্রকল্পের সুবিধা নাও মিলতে পারে।
আগে প্যান কার্ডের যে একটি বিশেষ নম্বর থাকতো তা নয় অঙ্কের থাকতো। কিন্তু তা এখন পরিবর্তন করে ১০ অঙ্কের রাখা হয়েছে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে প্যান কার্ডের মাধ্যমে লেনদেনে আরও স্বচ্ছতা আসবে। এর ফলে নিয়ন্ত্রণ করা যাবে কালো টাকা। এছাড়া ৫০ হাজার টাকার লেনদেনে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। বৃহৎ আর্থিক লেনদেনের সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে।
এর পাশাপাশি ভারত সরকার প্যান কার্ড সিস্টেমকে ডিজিটাল ও সুরক্ষিত করার লক্ষ্যে এমন নিয়ম চালু করেছে। এর ফলে জনসাধারণের আর্থিক নিরাপত্তা বাড়বে। যদি প্যান কার্ড সম্পর্কিত কোনও ভুল লেনদেন ধরা পড়ে তবে তা অবিলম্বে ব্যাঙ্কে জানাতে হবে। ব্যাঙ্কের তরফে উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর পাশাপাশি আপনার প্যান কার্ড সক্রিয় কিনা তা জানার জন্য প্রথমে অনলাইনে আপনার প্যান কার্ডে উল্লিখিত নাম, পিতার নাম ও জন্ম তারিখের বিবরণগুলি পূরণ করে প্যান নম্বরটি পরীক্ষা করতে পারেন। তার জন্য প্রথমে ই ফাইলিং পোর্টালেী হোম পেজে যান। সেখানে প্যান যাচাই-এর অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি লিখুন। এরপর Validate অপশন ক্লিক করুন।