দাদা জনপ্রিয় গায়ক ও বোন নেত্রী। কিন্তু তাদের ভাইবোনের সম্পর্কে কোনো তাল কাটতে পারেনি তাদের পছন্দ। একজন হলেন শোভন গাঙ্গুলি ও অপরজন হলেন দীপ্সিতা ধর৷

দীপ্সিতার জন্মদিনে আদুরে শুভেচ্ছা শোভন গাঙ্গুলির

শুক্রবার বাম নেত্রী দীপ্সিতার জন্মদিন। আর এই দিনে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন দাদা শোভন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তাদের ছোটোবেলার একটি ছবি পোস্ট করে লিখলেন, “শুভ জন্মদিন।”

৩১ বছরে পদার্পণ করলেন দীপ্সিতা

গতকাল সকালেই পরলোকে গমন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য্য। তার মৃত্যুশোকে মন ভার ছিল নেত্রীর। তবে দাদার শুভেচ্ছাবার্তায় ঠোঁটের কোনে হালকা হাসি ফুটতে বাধ্য। দীপ্সিতা শোভনের মাসতুতো বোন। তারা একসঙ্গে বড় হয়েছেন। এবছর ৩১ বছরে পদার্পণ করলেন দীপ্সিতা। ১৯৯৩ সালের ১লা এপ্রিল জন্ম হয় শোভনের৷ অপরদিকে ওই বছরের ৯ই আগস্ট জন্ম হয় দীপ্সিতার।

আশুতোষ কলেজে স্নাতক ডিগ্রী নিয়েছেন দীপ্সিতা

শোভন ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। দীপ্সিতা তার পরের বছর পাশ করেন। আশুতোষ কলেজে স্নাতক ডিগ্রী নিয়েছেন দীপ্সিতা। অপরদিকে শোভন বিদ্যাসাগর কলেজ থেকে বাংলা নিয়ে পড়েছেন। এহেন বোন যে বেশ আদরের দাদা শোভনের কাছে তা আর বলে দিতে হয় না। তাই বোনের জন্মদিনে একটি ছবি পোস্ট করেছেন শোভন।

শোভন ও দীপ্সিতার ছেলেবেলার ছবি

Screenshot 20240809
দীপ্সিতার জন্মদিনে আদুরে শুভেচ্ছা শোভন গাঙ্গুলির

গত মাসে টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে আইনি বিবাহ সারেন শোভন৷ তাদের একসঙ্গে একাধিক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। দাদার বিয়েতে বোন দীপ্সিতা চুটিয়ে আনন্দ করেছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন,
*৭ ফুট ১ ইঞ্চির ‘দ্য গ্রেট খলি’র স্ত্রীকে চেনেন? রইল ছবি