শুক্রবার জাডেজার জন্য দিনটি ছিল অন্যরকম, গুজরাটের মন্ত্রী পদে জায়গা পেলেন রিভাবা

শুক্রবার ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় তারকা রবীন্দ্র জাডেজার জন্য দিনটি ছিল একেবারে অন্যরকম। তার স্ত্রী রিভাবা এদিন গুজরাটের মন্ত্রীসভায় জায়গা পেলেন। শুক্রবার গুজরাটের মন্ত্রীসভায় রদবদল হয়। আর সেখানেই জায়গা পেলেন রিভাবা। গত বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের বাকি সব মন্ত্রী পদত্যাগ করেন। এরপরই সেই জায়গা পূরণ করতে শুক্রবার আগাম মন্ত্রীদের নিয়ে চলার কাজ শুরু করে গুজরাটের সরকার।

এদিন শুক্রবার মন্ত্রীসভায় জায়গা পাওয়ার পর শপথ গ্রহণ করেন রিভাবা। এদিন গান্ধীনগরের রাজভবনে ২৫ জন বিধায়ক আগামী দিনের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মোট ১৯ জন মন্ত্রী এদিন শপথ নেন। তার মধ্যে অন্যতম হলেন রিভাবা জাডেজা। ২০১৯ সালের মার্চ মাসে বিজেপিতে যোগ দেন রিভাবা। এরপর ধীরে ধীরে দলে তার গুরুত্বপূর্ণ পদে অবস্থান হয়েছে। এদিন গুজরাটে যে নতুন ২৫ জন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে রিভাবা অন্যতম।

এদিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী রিভাবার সাফল্য কামনা করে জাডেজা লেখেন, “তোমাকে নিয়ে, তোমার অর্জিত সাফল্য নিয়ে আমি গর্বিত। আমি নিশ্চিত তুমি নিজের কাজ দিয়ে সকল ক্ষেত্রে সবাইকে একইবাবে অনুপ্রাণিত করে যাবে।” আর সেই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি। জাডেজা তার ঘরনির সাফল্যে এভাবে শুভেচ্ছা জানানো অনেকেই খুশি হয়েছেন।

জীবনযাপন
Bhai Phonta 2025: ২৩ অক্টোবর ভাইফোঁটা, শুভ সময় মাত্র ২ ঘন্টা, তার বাইরে ফোটা দিলে বিপদ

গুজরাটে সাংগঠনিক ও প্রশাসনিক রদবদল নতুন কিছু নয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার পর গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন আনন্দীবেন প্যাটেল। যদিও ২০১৬ সালে তিনি ইস্তফা দেন ও তার জায়গায় মুখ্যমন্ত্রী হয়ে আসেন বিজয় রূপাণী। গুজরাট বিধানসভার মোট সদস্য সংখ্যা ১৮২। ২৭ মন্ত্রী সর্বাধিক থাকতে পারেন। তার মধ্যে এদিন ২৫ জন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে অন্যতম রিভাবা জাডেজা।

খবর
কলকাতা-লন্ডন রুটে ফের উড়ান! ভাড়া কত পড়বে? ইন্ডিগোর নতুন পরিষেবা শুরু কবে থেকে?

#rabindrajadeja #gujarat

error: Content is protected !!