এলোমেলো চুল, চাহনি আনমনা ঠিক যেন চঞ্চল কিশোরী! সম্প্রতি এভাবেই দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহাকে। তাকে দেখে পুরুষ অনুরাগীদের মন যেন উথাল-পাথাল। চিরাচরিত প্রথা থেকে সরে গিয়ে বরাবর অন্যরকমভাবে দেখা যায় এই অভিনেত্রীকে। আর এই বিষয়টি যে দর্শকেরা বেশ পছন্দ করেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
সেরকমই বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে লাল রংয়ের ডিপ নেক টি-শার্ট, চোখে রোদচশমা। তবে সবথেকে বেশি নজর কেড়েছে তার এলোমেলো চুলগুলি। কখনো সেগুলি কপালে এসে পড়ছে আবার কখনো তিনি হাত দিয়ে ধরে রেখেছেন।
আবার কখনো বাইরের দিকে হাত তুলে কী যেন দেখাচ্ছেন। সবমিলিয়ে তাকে বেশ মোহময়ী অবতারেই দেখা গিয়েছে। যা দেখার পর বিভিন্ন মন্তব্য করেছেন ভক্তরা। অনেকের মতে তাকে এভাবেই দেখতে বেশি পছন্দ করেন তারা। তবে প্রশংসার পাশাপাশি কিছু মানুষ সমালোচনা করতেও ছাড়েননি।
যেমন একজন লিখেছেন, ‘ধুর অ্যাস্থেটিক করতে গিয়ে ঘেঁটে গিয়েছে।’ হয়তো অনেকেই জানেন বর্তমানে এই শব্দটি বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। বিভিন্ন তারকাদের এভাবেই ছবি তুলতে দেখা যায়। সেরকমটাই করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।
তবে শুধু এই ছবিই নয় মাঝেমধ্যেই বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। আসলে অনুরাগীদের সংখ্যা কীভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোভাবেই জানেন এই নায়িকা। তাইতো বিভিন্ন ফটোশ্যু থেকে শুরু করে দেন অন্যান্য মুহূর্ত ভাগ করে নেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।