জয়া আহসানের বয়স বিতর্ক ফের চর্চায়, ভাইরাল পুরনো ছবি

জয়া আহসানের বয়স নিয়ে ফের শুরু বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিবাহ-পূর্ব ছবি ঘিরে প্রশ্ন নেটিজেনদের, তবে ভক্তদের দাবি—‘বয়স নয়, কাজই আসল।’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে ঘিরে ফের শুরু হয়েছে বয়স বিতর্ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এক পুরনো সাদা-কালো ছবি—যখন তিনি ছিলেন ‘জয়া মাসউদ’। ছবিতে শাড়ি, ছিমছাম গয়না, খোঁপা করা চুলে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিটি ১৯৯৮ সালের আগের সময়কার বলে অনুমান করা হচ্ছে।

নেটিজেনদের একাংশের দাবি, ছবির সময় জয়ার বয়স ১৫ বছর হতে পারে না। কেউ লিখেছেন, “এইখানেও বয়স কমাইছিল, তখন কমপক্ষে ২৭-২৮ ছিল। সাজ্জাদ শরিফের স্ত্রী শাওনের ক্লাসমেট ছিলেন তিনি।” আবার অন্য এক মন্তব্য, “৮৩-তে জন্ম আর ৯৮-তে বিয়ে? চাইল্ড ম্যারেজ?”

জয়ার নিজের দাবি অনুযায়ী, তাঁর জন্ম ১৯৮৩ সালের ১ জুলাই। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার বয়স ৩৭ বছরের একদিনও বেশি নয়।” সে হিসাবে এখন তাঁর বয়স ৪৬ কিংবা ৪৭ বছর। তবে অতীতে উইকিপিডিয়ায় উল্লেখ ছিল—জয়ার জন্ম ১৯৭২ সালে, যা অভিনেত্রী নিজেই ভুল বলে জানিয়েছিলেন।

বয়স বিতর্কে আগেও মুখ খুলেছিলেন জয়া আহসান। তিনি বলেছিলেন, “আমি প্রথম ও শেষবারের মতো বলছি—বয়স নয়, একজন শিল্পীর পরিচয় হওয়া উচিত তার কাজে।”

অভিনয়ের পাশাপাশি সঙ্গীতেও জয়ার প্রতিভা রয়েছে। পুরনো সাক্ষাৎকারে জানা যায়, তিনি পাঁচ বছরে সঙ্গীতে ডিপ্লোমা করেছেন এবং গায়কী নিয়েও দক্ষ।

c1 20251030 13085336

মালাইকা আরোরার জন্মদিন বিতর্কের পর এবার আলোচনার কেন্দ্রে জয়া। কিন্তু তাঁর ভক্তদের দাবি, “বয়স নয়, শিল্পই জয়াকে অমর করেছে।”

বিনোদন
অতীতের ‘আজান বিতর্ক’-কে সরিয়ে রেখে নতুন করে সম্প্রীতির বার্তা দিলেন গায়ক সোনু নিগম, ভাইরাল সেই ভিডিও

#JayaAhsan #BanglaCinema #AgeControversy #ViralPhoto #BangladeshiActress #Tollywood #Dhallywood #CelebrityNews #Entertainment #BanglaNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক