দর্শকদের ভিড় সামলাতে চিৎকার যিশু সেনগুপ্তর! সমাজমাধ্যমে সমালোচনার ঝড়

সমাজমাধ্যমের যুগে বড়পর্দার তারকারা এখন অনুরাগীদের হাতের মুঠোয়। পছন্দের অভিনেতা কোথায় যাচ্ছেন, কখন দেখা যাবে—সব তথ্যই মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে এই জনপ্রিয়তাই কখনও কখনও হয়ে দাঁড়ায় বিড়ম্বনার কারণ। সম্প্রতি এমনই পরিস্থিতিতে পড়তে হল অভিনেতা যিশু সেনগুপ্তকে।

নেটমাধ্যমে ভাইরাল হয়েছে যিশুর একটি পুরনো ভিডিয়ো। সূত্রের খবর, বর্ধমানের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। তাঁকে একঝলক দেখার জন্য সেখানে ভিড় জমে যায়। কেউ কেউ আবার মোবাইল হাতে ছবি তোলার অনুরোধ জানাতে থাকেন। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিড়ের চাপে মেজাজ হারাচ্ছেন যিশু। তিনি চেঁচিয়ে বলছেন, “সবাই পিছিয়ে যান, পিছিয়ে যান! প্রত্যেকেই দেখতে এসেছেন, কিন্তু একটু দূরে দাঁড়ান।” তাঁর মুখে ক্লান্তি ও বিরক্তির ছাপ স্পষ্ট ছিল।

এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। এক নেটিজেনের মন্তব্য, “মানুষের অহঙ্কার বেশি দিন থাকে না।” আর এক জন লিখেছেন, “ভীষণ অহঙ্কার! এক দিন সব শেষ হয়ে যাবে।”

বিনোদন
কাঞ্চন-ই শ্রীময়ীর মূল্যবান গয়না, তাই এবারের ধনতেরাসে মেয়ে কৃষভিকে সোনার উপহার দিলেন কাঞ্চন, কী উপহার পেলো কৃষভি!

তবে যিশুর অনুরাগীদের একাংশ অবশ্য তাঁর পক্ষে মত দিয়েছেন। তাঁদের বক্তব্য, “এত ভিড়ের মধ্যে নিরাপত্তা না থাকলে যে কেউ রেগে যেতে পারেন।”

উল্লেখ্য, বাংলা ছবির পাশাপাশি বলিউড, দক্ষিণী সিনেমা ও ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। সম্প্রতি তিনি অভিনেতা সৌরভ দাসকে সঙ্গী করে নিজস্ব প্রযোজনা সংস্থা শুরু করেছেন। শীঘ্রই সেই ব্যানারে নতুন কাজের ঘোষণা আসতে চলেছে।

বিনোদন
Madhumita: প্রেমিকের পরিবারের সাথে দীপাবলি উদযাপন মধুমিতার! দেখুন ছবি

#JisshuSengupta #ViralVideo #SocialMedia #BurdwanEvent #BengaliActor #CelebrityNews #Tollywood #EntertainmentNews #JisshuFans #DigitalBuzz

error: Content is protected !!