কাঞ্চন মল্লিকের বাড়িতে সাড়ম্বরে পালিত হল কালীপুজো, ঢাকের তালে নাচলেন কাঞ্চন-শ্রীময়ী, দেখুন ভিডিও

প্রতিবছরের মতন এবছরেও ঘটা করে কালীপুজো পালন করলেন কাঞ্চন ও শ্রীময়ী। প্রতিবছর কাঞ্চন মল্লিকের বাড়িতে সাড়ম্বরে পালিত হয় কালীপুজা। তবে শুধু কালীপুজা নয়, বরং প্রায় সব পুজাই কাঞ্চন ও শ্রীময়ী ভক্তিভরে পালন করেন। তবে এবার তাদের বাড়ির কালীপুজা যেনো আরও আনন্দের হয়ে উঠেছে। তার কারণ, এবছর তাদের সঙ্গে রয়েছে তাদের মেয়ে কৃষভি। এদিন কাঞ্চনকে দেখা গিয়েছে ধুতি ও উত্তরীয় পরতে, শ্রীময়ীর পরনে নীল রঙের শাড়ি, গোলাপি ব্লাউজ ও মাথায় খোঁপা করে তাতে দিয়েছেন গাঁদা ফুল। সঙ্গে মানানসই করে পরেছেন সোনার গয়না।

এর পাশাপাশি কৃষভিকে এদিন লেহেঙ্গায় সাজতে দেখা গিয়েছে। বাবা মায়ের কোলে বসে এদিন প্রদীপ জ্বালালো সে। এদিন বাড়ির সকলে জমিয়ে আনন্দ করলেন। ঢাকের তালে নাচ করলেন কাঞ্চন ও শ্রীময়ী। এদিন কাঞ্চনকে জিজ্ঞেস করা হয় তার স্ত্রী-কে কালীপুজোর সাজে কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে কাঞ্চন জানান, নেট দুনিয়ার মানুষের কটাক্ষ শুনেই তিনি স্পষ্ট বুঝতে পারেন তার স্ত্রী সুন্দর দেখতে সুন্দর, আর তাতে বেশ গর্ব অনুভব করেন কাঞ্চন। তবে শ্রীময়ীর থেকেও বেশি সুন্দরী একজন রয়েছেন, এমনটাই জানান শ্রীময়ী নিজে।

বিনোদন
মৃত্যুর আগে কোটি কোটি টাকা রেখে গিয়েছেন, প্রকাশ্যে গোবর্ধন আসরানীর সম্পত্তির পরিমাণ

তিনি বলেন, এদিন কালীপুজোয় সবথেকে সুন্দরী ছিলেন তার মা। অর্থাৎ কালী মা-কে উদ্দেশ্য করে শ্রীময়ী এই কথা বলেন। কাঞ্চন জানান, এদিন কালীপুজোয় তার পরে থাকা ধুতি ও উত্তরীয়টি তার স্ত্রী শ্রীময়ী তাকে উপহার দিয়েছেন। এদিন কাঞ্চন সংবাদমাধ্যমের দ্বারা সকলকে কালীপুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, “দীপাবলির শুভেচ্ছা, সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।” এদিন পুজোর প্রসাদ হিসেবে কাঞ্চন ও শ্রীময়ীর বাড়িতে রান্না হয়েছিল খিচুড়ি, লাবড়া, বাঁধাকপি, পাঁচরকম ভাজা, চাটনি ও পায়েস।

সব মিলিয়ে একেবারে জমজমাট পুজোর মেজাজে ছিলেন কাঞ্চন ও তার পরিবার। দুর্গা পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা। আর সেই সিনেমার প্রমোশনে নানান জায়গায় দেখা গিয়েছে কাঞ্চন ও শ্রীময়ীকে। এরপর বাড়িতে লক্ষ্মী পুজোয় ভক্তিভরে পুজো করেছেন তারা। অবশেষে কালীপুজোতেও সেই একই ধারা বজায় রাখলেন তারা। দীর্ঘদিন ধরে হয়ে আসা কালীপুজো এবারও কাঞ্চন মল্লিকের বাড়ি আলো করে তুললো। আর আনন্দ এবার দ্বিগুণ হল তাদের একমাত্র মেয়ের উপস্থিতিতে।

বিনোদন
বড়মা’র মন্দিরে হাজির অভিষেক ব্যানার্জী, বেনারসি শাড়ি দিয়ে পুজো সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

#Kanchan #Sreemoyee

error: Content is protected !!