Sreemoyee-Kanchan: প্রথমবার কন্যা কৃষভীকে নিয়ে আন্তর্জাতিক সফরে যাচ্ছেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan) এবং তার স্ত্রী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। সম্প্রতি তারই প্রস্তুতির ভিডিও তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেকেই জানেন খুব অল্প বয়স থেকেই বিভিন্ন জায়গায় বেড়াতে যায় কৃষভী।
একরত্তি মেয়েকে নিয়ে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ফেলেছেন অভিনেত্রী। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছেন বিদেশে। যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় জামাকাপড় গোছাতে ব্যস্ত কাঞ্চন এবং শ্রীময়ী। তবে তাদের জামাকাপড়ের বেশিরভাগটাই দখল করেছে মেয়ের পোশাক।
অভিনেত্রী বলেন, ‘আগে যখন আমি প্যাকিং করতাম তখন কাঞ্চনের ব্যাগের বেশিরভাগটায় আমার জিনিস থাকতো। কিন্তু এখন আমাদের কমিয়ে আমার মেয়ে জিনিসেই ভর্তি হয়ে গিয়েছে।’ আসলেও দেখা যায় কৃষভীর জামাকাপড়-সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে ভর্তি বেশ কয়েকটি ব্যাগ।
শেষে দেখা যায় অভিনেত্রী এয়ারপোর্টে পৌঁছে যান। সেখানে বসে বলেন, ‘এই প্রথমবার মা ও মেয়েকে নিয়ে আন্তর্জাতিক সফরে যাচ্ছি। আগে যখন আমি আর কাঞ্চন যেতাম তখন দেখতাম অনেকেই ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছে। এবার আমরাও প্রথমবার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি।’ ভিডিও থেকে জানা গিয়েছে তারা সিঙ্গাপুর যাচ্ছেন বেড়াতে।
সেখান থেকেও তারা যে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করবেন তা বলাইবাহুল্য। উল্লেখ্য, তাদের এই ভিডিওটি দেখার পর বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, মা-বাবা হওয়ার পর জীবনে আসে আমূল পরিবর্তন। নিজেদের চেয়ে বেশি সন্তানের কথাই বেশি ভাবতে হয় বাবা-মা’দের। তেমনটাই হয়েছে এই জুটির ক্ষেত্রেও।
#Kanchan #Sreemoyee #Krishvi