Kanchan-Sreemoyee: মেয়ের জন্মদিনে বাড়িতে উত্তাল নাচ অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan) ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) সহ বাড়ির অন্যান্য সদস্যদের। সম্প্রতি এক বছর পূর্ণ করল তাদের একমাত্র কন্যা সন্তান কৃষভি। মেয়েকে রীতিমতো চোখে হারান এই দম্পতি। তার প্রথম জন্মদিন বেশ গুরুত্বপূর্ণ ছিল সকলের জন্য।
রাত বারোটায় কেক কাটার পাশাপাশি কলকাতার ইসকন এবং কালীঘাটে আশীর্বাদ নিতে গিয়েছিলেন সকলে মিলে। সেখানে গিয়েও কৃষভি কেক কাটে। এরপর বাড়িতে আয়োজন করা হয়েছিল পার্টির। সেখানে সকলের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এরপরেই ছিল চমক! কীর্তন গানে সকলে মিলে নাচতে শুরু করেন। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় হাত ধরে সকলে মিলে রীতিমতো লাফিয়ে লাফিয়ে নাচতে শুরু করেন। আসলে মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষ্যে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোন।
তবে এই ভিডিও দেখার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ যেমন তাদের প্রশংসা করেছেন আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। মূলত তাদের নাচ নিয়ে বিভিন্ন সমালোচনা করতে দেখা গিয়েছে। অনেকে আবার এও বলেন শ্রীময়ী এবং কাঞ্চনের সম্পর্কিত কোনো বিষয় তারা দেখতে চান না।
আসলে সমালোচনায় ভরা তাদের জীবন। কাঞ্চনের পরপর তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মোটেই পছন্দ করেননি নেটিজেনদের একাংশ। তার ওপর শ্রীময়ী তার তুলনায় ২৬ বছরের ছোটো। যে কারণে দু’জনের রুচিবোধ নিয়েও প্রশ্ন করেছেন অনেকে। তবে এসব বিষয় নিয়ে কখনোই তোয়াক্কা করেন না তারা বরং সংসার করছেন চুটিয়ে।
আরও পড়ুন
Ritwik: কোনো বিশেষ খাবার নয় বরং নিজেকে ডালের সাথে তুলনা করলেন ঋত্বিক! জানুন কারণ
#Kanchan #Sreemoyee
