অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় ভালবেসে মনোবীণা মিত্রকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্ক যে খুব সুখের হয়েছিল সেটা কিন্তু একদমই নয়। এ কথা সকলেই জানেন। অভিনেতা কৌশিক জানিয়েছিলেন, তাঁর প্রথম স্ত্রীয়ের পরিবারে মানসিক রোগের ইতিহাস রয়েছে। এ কথা শোনার পর একাংশ দর্শকের মত, মনোবীণা আগে সুস্থই ছিলেন।
অভিনেতা কৌশিকের বিরুদ্ধে নেটিজেন নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “উনি সুস্থই ছিলেন।” আবার কেউ কেউ তো কৌশিকের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতেও দ্বিধা করেননী। একজন লেখেন, “কৌশিক মানুষ কেমন অনেকেরই জানা। উনি একজন লম্পট।” একের পর এক নেতিবাচক মন্তব্যের ভিড়ে কী বললেন অভিনেতা?
এখনও প্রথম স্ত্রীয়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন অভিনেতা। আগামিদিনেও সেই দায়িত্ব তিনি পালন করবেন বলেইজানিয়েছেন। কৌশিক আরও বলেন, “কারও কাছে কিছু প্রমাণ করার নেই আমার। একা হাতে ছেলেকে বড় করেছি। ছেলে আমার এবং আমার বর্তমান স্ত্রীয়ের সুস্থ ভাবে বাঁচার অধিকার আছে। আমি খারাপ মানুষ, তাই তো এখনও প্রথম স্ত্রীয়ের যাবতীয় খরচ বহন করে চোলেছি। আমার অবর্তমানেও তাঁর যেতেকরে কোনও অসুবিধা হবে না। এই রকম খারাপ মানুষ হয়েই বার বার জন্মাতে চাই।”
উল্লেখ্য, কৌশিকের প্রথম স্ত্রী মনোবীণার কিন্তু আরও এক পরিচয় রয়েছে, তিনি গায়ক শ্যামল মিত্রের মেয়ে। সম্প্রতি এই প্রসঙ্গে তাঁর ভাই সৈকত মিত্রও মুখ খুলেছেন। তিনি বলেছে, “আমাদের পরিবারে মানসিক সমস্যার তেমন কোনও ইতিহাস নেই। হ্যাঁ, দাদার মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল। সে সবকিছু জেনেই কৌশিকদা দিদিকে বিয়ে করেছিলেন। ওঁদের মধ্যে দীর্ঘ দিনের ভালবাসা ছিল।” সৈকত আরও জানিয়েছেন, স্বামী কৌশিকের তত্ত্বাবধানে মানসিক রোগীদের আবাসনে আছেন তাঁর দিদি। নিয়মিত চিকিৎসা চলছে এবং সে ভাল আছেন।