“আমাকে নিয়ম শেখাতে আসবেন না”, ‘কেবিসি-১৭’-এর প্রতিযোগী দশ বছর বয়সী খুদের আচরণে ক্ষুদ্ধ নেট দুনিয়া

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি খুদের ভিডিও। শিশুদের ভিডিও ভাইরাল হলে নেট দুনিয়ার মানুষ তা যেনো মজার ছলেই দেখেন। কিন্তু সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে রেগে আগুন নেট দুনিয়ার মানুষ। কারণ ভাইরাল হওয়া ভিডিওতে খুদের কথাবার্তার ধরণ দেখে তার বাবা মা’কে দায়ী করেছেন সকলে। সম্প্রতি ‘কেবিসি ১৭’-এর একটি পর্বের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

স্বাস্থ
সাপ্লিমেন্ট খেতে হবে না, ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করবে ৩ খাবার

সেই ভিডিওতে থাকা পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার হাবভাব, কথাবার্তার ধরণ ও আচরণ দেখে ক্ষুদ্ধ নেট পাড়া। দশ বছর বয়সী পঞ্চম শ্রেণির ওই খুদে ‘কেবিসি ১৭’-এ খেলতে এসে তার বিপরীতে বসে থাকা বয়োজ্যেষ্ঠ অমিতাভ বচ্চনের সঙ্গে যে ভঙ্গিমায় কথা বলেছে তা অনেকেই সহজভাবে নিতে পারেননি। অনেকেই ওই খুদের হাবভাবকে ‘ঔদ্ধত্য আচরণ’ বলেছেন। নেট দুনিয়ায় বর্তমানে ওই খুদের ভিডিও এখন হটকেক।

অফবিট
শকুনের বাসা থেকে উদ্ধার ৭০০ বছরের পুরনো জুতো!

ভিডিওতে দেখা যায়, পাঁচজন প্রতিযোগীর মতন সিটে বসে রয়েছে ওই খুদে। তাকে খেলার নিয়ম শেখাতে যান অমিতাভ। কিন্তু অমিতাভের কথা শেষ না করতে দিয়েই ওই খুদে বলে ওঠে, “আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি জানি। আমাকে অপশন দিন।” এরপর অমিতাভ প্রশ্ন শেষ করার আগেই সাইরেন বাজিয়ে প্রশ্নের উত্তর দেয় ওই খুদে। ‘রামায়ণ’ নিয়ে তাকে প্রশ্ন করা হলে খুদে সপাটে বলে, “এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি?”

যদিও সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি সে। পুরস্কার মূল্য না পেয়েই সে ফিরে যায়৷ কিন্তু তার করা প্রতিটি আচরণ ও কথাবার্তার হাবভাব একেবারেই পছন্দ করেনি নেট দুনিয়ার মানুষ। সকলেই ওই খুদের বাবা ও মা’কে পরামর্শ দিয়েছেন, ‘এদের প্যারেন্টিং শেখানো উচিত’। দশ বছর বয়সী পড়ুয়ার এমন আচরণ মেনে নিতে পারেননি অনেকেই। আর ‘কেবিসি ১৭’-এর এই ভিডিও শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।

বিনোদন
অক্ষয়ের শৃঙ্খলার রহস্য ফাঁস করলেন অভিষেক বচ্চন: “৮ ঘণ্টার পর আর এক মিনিটও নয়!”

error: Content is protected !!