অবশেষে শেষ হলো ‘খাদান’ সিনেমার প্রমোশন। বেশ কিছুদিন ধরেই বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সিনেমার কলাকুশলীরা প্রমোশন চালিয়ে যাচ্ছিলেন। যেহেতু মুক্তির দিন একেবারে কাছে চলে এসেছে তাইতো এবার শেষ প্রমোশন সেরে ফেললো গোটা টিম।
এর আগে আমরা দেখেছি দুর্গাপুর, শিলিগুড়ি, নৈহাটি থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে ‘খাদান’ তার প্রচার চালিয়ে গেছে। আর এবার সাউথ সিটি মলে শেষ প্রোমোশন করলো তারা। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দর্শকদের তুমুল উচ্ছ্বাস নজরে এসেছে।
যেখানে দেখা যায় সিনেমার জনপ্রিয় গান ‘কিশোরী’তে কোমর দোলাচ্ছেন ইধিকা পাল এবং শেষে তার সাথে যোগ দেন দেব। তাদের একসঙ্গে নাচতে দেখে দর্শকেরা ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েন। সকলেই তাদের সাথে তাল মেলান। সম্প্রতি এই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
যার ক্যাপশনে লেখা, ‘সাউথ সিটি মলে শেষ হল খাদান বেঙ্গল ট্যুর।’ এই সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, দেব, ইধিকা পাল-সহ প্রমুখ তারকারা। মূলত ক্ষমতার লড়াই নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। যেখানে বাংলার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে শ্যুটিং সম্পন্ন হয়েছে।
আগামী ২০ তারিখ এই সিনেমা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। আপাতত অপেক্ষায় বসে রয়েছেন দর্শকেরা। উল্লেখযোগ্য বিষয় হলো ওই একই দিনে আরও একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। সেদিন মুক্তি পাবে রাজ চক্রবর্তীর ‘সন্তান’। যেখানে অভিনয় করেছেন শুভশ্রী, মিঠুন, ঋত্বিক প্রমুখ। এক কথায় বলতে গেলে এই দুই সিনেমার জোর টক্কর হতে চলেছে ২০ তারিখ।