দীপাবলির রাতে লোখান্ডওয়ালায় নিজের গাড়ি নিয়ে অনুষ্ঠানে যান খুশি মুখোপাধ্যায়। সেখানে বাজি পোড়ানো ঘিরে বচসায় জড়িয়ে পড়েন অভিনেত্রী।
দীপাবলির রাতে ফের খবরের শিরোনামে অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়। মুম্বইয়ের লোখান্ডওয়ালা এলাকায় নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। উৎসবের রাতে রাস্তার ধারে গাড়ি দাঁড় করাতেই স্থানীয় কিছু মানুষ তাঁর গাড়ির সামনেই বাজি পোড়াতে শুরু করেন। খুশি তাঁদের বাধা দিলে বচসা বাধে।
পরিস্থিতি আরও জটিল হয়, যখন একটি অটো এসে পিছন দিক থেকে ধাক্কা মারে তাঁর কোটি টাকার গাড়িতে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছে অভিযোগ জানান খুশি, বলেন, ‘‘আমার গাড়িতে ধাক্কা মেরেছে, একে ধরুন, জেলে ভরে দিন।’’ তবে পুলিশ ঝামেলা এড়াতে ঘটনাস্থলেই পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, খুশি পরে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। তবু বচসার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি কমই প্রকাশ্যে দেখা যাচ্ছিল তাঁকে, কিন্তু দীপাবলির রাতে ফের অযাচিত বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেত্রী।
বিনোদন
মাতৃত্বের পর ধারাবাহিকে ফিরছেন অহনা দত্ত? জানালেন সত্যিটা
#KhushiMukherjee #Bollywood #ViralVideo #Diwali2025 #Mumbai #Controversy
