ওষ্ঠে লিপস্টিক লাগিয়ে প্রতিদিন বাড়ি থেকে বেরোন? মন ভরে না গাঢ় রঙের লিপস্টিক ছাড়া? হোক না সে গাঢ় বা হালকা, প্রতিদিন যদি লিপস্টিক লাগান, তাহলে কিছু নির্দেশ আপনাকে মানতেই হবে। নইলে ওষ্ঠে কালচে দাগ ছোপ পড়বে, লিপস্টিকের রাসায়নিক ওষ্ঠের চামড়ার ক্ষতি করে।
এমন কিছু কিছু লিপস্টিক আছে, যা ওষ্ঠকে নিরস করে তুলতে পারে।
শুষ্ক ত্বকের সমস্যা থাকলে
আবার যাদের শুষ্ক ত্বকের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সমস্যা গুরুতর হয়ে যেতে পারে। তাই নিরস ওষ্ঠের সমস্যা থাকলে, লিপস্টিক কেনার সময় দেখে নেবেন। ওষ্ঠের ত্বক যেহেতু অনেক পাতলা ও নরম হয়, তাই ভালো দেখে লিপস্টিক কেনাই ভালো।
৩/১ লিপস্টিক ক্রয় করার সময় দেখে নেবেন তার মধ্যে কী কী উপাদান আছে। কারণ লিপস্টিক এর মধ্যে এমন কোন উপাদান থাকে যার জন্য আপনার অ্যালার্জি হতে পারে তাহলে সেটা বর্জন করাই ভালো হবে।
৩/২ লিপস্টিক ব্যবহার করার আগে লিপবাম লাগিয়ে নিন। লিপবাম বা লিপ ময়শ্চারাইজার ওষ্ঠের চামড়াকে নরম ও ভেজা রাখবে। বিশেষত ম্যাট লিপস্টিক পড়ার আগে লিপ বাম লাগিয়ে নেওয়া ভালো।
৩/৩ ওষ্ঠের গোলাপি রং ধরে রাখতে অন্তত সপ্তাহে একবার লিব স্ক্রাব করবেন। এর জন্য ওষ্ঠের ওপর জমে থাকা মৃত কোষের চামড়া উঠে যাবে। এছাড়া রাতে ঘুমানোর আগে ওষ্ঠে নারকেল তেল বা আমান তেলের মতো কোনো তেল দিয়ে ঘুমাতে যাবেন। এর জন্য ওষ্ঠে প্রাকৃতিক অবস্থায় ভেজা ভাব থাকবে।
আরও পড়ুন,
*Pension withdrawal rule: ভারতবর্ষের যেকোনো স্থান থেকে তোলা যাবে পেনশন!