বলিউডের অ্যাকশন কিং বলতে যার কথা প্রথম মাথায় আসে তিনি হলেন অক্ষয় কুমার। একের পর এক ছবিতে অভিনয় করে আজ তিনি গোটা দেশে জনপ্রিয় একজন তারকা। সম্প্রতি এই তারকার অভিনীত দু’টি ছবি মুক্তি পেয়েছে। আর ছবির প্রমোশনের জন্য একাধিক জায়গায় যেতে হয়েছে। এর পাশাপাশি একাধিক সাক্ষাৎকারে দিয়েছেন অক্ষয়। তবে অক্ষয় কুমারের আসল নাম কী তা জানেন?
অনেকেই শুনে চমকে যাবেন যে অক্ষয় কুমারের আসল নাম অন্য৷ তার নাম রাজীব ভাটিয়া। কিন্তু অভিনেতা নিজের নাম পরিবর্তন করে রাখেন অক্ষয় কুমার। সম্প্রতি গালাটা প্লাসের সঙ্গে কথা বলার সময় তিনি তার আসল নাম প্রকাশ করেন। এবং কেনো তিনি নিজের নাম বদলে এমন নাম রেখেছিলেন তাও জানান।
তার নাম বদলানোর পিছনে রয়েছে অন্য গল্প। ১৯৮৭ সালে পরিচালক মহেশ ভাটের ছবি ‘আজ’-এ প্রথম অভিনয়ের সুযোগ পান অক্ষয় কুমার। যদিও এই ছবিতে তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেননি৷ এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন কুমার গৌরব। এইসময়ে অক্ষয় নিজের নাম পরিবর্তন করেন৷
সাক্ষাৎকারে অক্ষয় বলেন, সেই মুহূর্তটি এতটাই তাৎপর্যপূর্ণ ছিল যে তিনি নিজের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। অক্ষয় জানান, ‘আজ’ ছবিতে নায়কের চরিত্রে কুমার গৌরবের নাম ছিল অক্ষয়। এভাবেই তিনি নিজের নাম খুঁজে পান। নিজের আসল নাম রাজীব ভাটিয়া থেকে নাম রাখেন অক্ষয় কুমার।
অক্ষয় কুমার জানান, সেইসময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তবে তিনি নিজের নাম রাজীব থেকে অক্ষয়তে পরিবর্তন করেছেন তার বিশেষ কারণ নেই। তাকে যে কোনো বিজ্ঞজন এই নাম রাখতে বলেছেন তাও নয়। তার বাবা তাকে নাম পরিবর্তনের বিষয়ে জিগ্যেস করলে অক্ষয় বলেন, “আমার প্রথম ছবিতে নায়কের নাম এরকম, তাই রাখব।”