‘বিচার চাই’: ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে কৌশিকী পাল, কী বললেন ‘জুঁই’?

নতুন সিরিয়াল ‘বেশ করেছি প্রেম করেছি’–তে ‘জুঁই’ চরিত্রে দর্শকদের সামনে এসেছেন অভিনেত্রী কৌশিকী পাল। ‘গীতা এলএলবি’-এর পর এটাই তাঁর পরবর্তী বড় প্রজেক্ট। শুটিং শুরুর পর থেকেই ব্যস্ততার চাপে দিন কাটছে তাঁর। কিন্তু কাজের মাঝেই হঠাৎ ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি কেন্দ্র করেই শোরগোল।

ছবি নিয়ে বিতর্ক, প্রশ্ন ব্যক্তিগত জীবনকে ঘিরে

ফেসবুকে ছড়িয়ে পড়েছে কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে কৌশিকীর গলায় মালা, সিঁথিতে সিঁদুর—দেখে মনে হচ্ছে কোনও বিয়ের মুহূর্ত। এই ছবিগুলিকে কেন্দ্র করেই উঠছে নানা প্রশ্ন। সমাজমাধ্যমে এক ব্যক্তির দাবি, অভিনেত্রী বিবাহিত, কিন্তু সেই তথ্য নাকি তিনি লুকিয়ে রাখছেন।

পরিস্থিতি আরও জটিল হয় যখন স্নেহা চক্রবর্তী নামে এক মহিলা নিজেকে কৌশিকীর ননদ বলে দাবি করেন। তাঁর অভিযোগ, “সফল হতে সবাই চায়। কিন্তু সেটা মিথ্যে কথা বলে নয়। আমরা সত্যি বিচার চাই। ও অনেক বড় অন্যায় করেছে।” তবে তিনি বিস্তারিত বলতে চাননি।

কৌশিকীর প্রতিক্রিয়া: ‘কিছুই জানি না’

অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে কৌশিকী জানান, তিনি এই চলতি বিতর্ক সম্পর্কে খুব কমই জানেন। তাঁর কথায়,
“আমি শুটিংয়ে খুব ব্যস্ত। নতুন সিরিয়াল শুরু হয়েছে, তাই চাপও অনেক। ফেসবুকে কী হয়েছে, কিছুই দেখিনি। দু’এক জন এসে বলেছে মাত্র। বিস্তারিত কিছু জানি না।”

শোনা যাচ্ছে, তিনি আইনি পদক্ষেপ করার কথাও ভাবছেন, যদিও সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু জানাননি।

আরও পড়ুন
Alia: আন্তর্জাতিক মঞ্চে আলিয়া ভাটের বিশেষ সম্মানলাভ, জয় করলেন ‘গোল্ডেন গ্লোবস হরাইজন’ অ্যাওয়ার্ড

কোন দিকে এগোবে বিতর্ক?
বর্তমানে অভিনেত্রী নীরব, অপর দিকে অভিযোগকারীও আর বিস্তারিত কিছু বলতে রাজি নন। তবুও এই দাবিদাওয়ার জেরে কৌশিকীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। ছবির সত্যতা কী, অভিযোগ কতটা যুক্তিযুক্ত—তা সময়ই বলবে।

আরও পড়ুন
Shreya: মঞ্চের বাইরে অন্য মেজাজে শ্রেয়া: সিঙ্গারার প্রতি নিজের বাঙালি ভালোবাসা প্রকাশ করলেন গায়িকা

নতুন সিরিয়ালের শুটিংয়ের মাঝে এই বিতর্ক যে কৌশিকীর উপর অতিরিক্ত চাপ তৈরি করেছে, তা তাঁর বক্তব্যই স্পষ্ট করে। এখন দেখার বিষয়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

আরও পড়ুন
ধর্মেন্দ্র-হেমা সম্পর্কের আবেগ ও দ্বন্দ্ব নতুন করে সামনে: স্মরণসভায় চোখ ভেজালেন হেমা মালিনী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক