টলিউডের সর্বাধিক চর্চিত ও জনপ্রিয় দম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোপাধ্যায়। তাঁদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তে চোখ রাখেন অসংখ্য অনুরাগী। বিশেষ করে তাঁদের একরত্তি কন্যা কৃষভিকে নিয়ে পোস্ট করা ছোট ছোট ভিডিওগুলি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। সেই ছোট্ট সদস্যকে নিয়েই এবার দম্পতি তৈরি করছেন এক নতুন অভিজ্ঞতার— প্রথম বিদেশ সফর।
সম্প্রতি শ্রীময়ী তাঁর ইনস্টাগ্রামে একগুচ্ছ ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গোটা ঘরজুড়ে ছড়ানো ছিটানো জিনিসপত্র। কখনও কাপড়, কখনও বোতল, কখনও কৃষভির খেলনা— সবকিছুই যেন এক বিশাল তালিকার অংশ। কারণ, প্রথমবার মেয়েকে নিয়ে বিদেশ সফর, তাই প্রস্তুতি যেন আরও নিখুঁত হওয়া চাই! ব্যাগ গোছানো নিয়ে চরম ব্যস্ত কাঞ্চন ও শ্রীময়ী। ক্যামেরায় ধরা পড়েছে কীভাবে একে একে সাজিয়ে নিচ্ছেন তাঁরা প্রয়োজনীয় সব সামগ্রী।
ভিডিওতে শ্রীময়ী হাসতে হাসতে জানালেন, আগে যখন তিনি ও কাঞ্চন কোথাও ঘুরতে যেতেন, তখন দু’জন মিলিয়ে আলাদা আলাদা ২৫ কেজি ওজনের লাগেজ নিতেন। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। এখন তাঁদের দু’জনের জন্য একটি ব্যাগই যথেষ্ট— বাকিটা সব কৃষভির! ঘরভর্তি তার পোশাক, তোয়ালে, বোতল, খেলনা— যা দেখে স্পষ্ট, শিশুকে নিয়ে ভ্রমণে প্রস্তুতির কোনও কমতি নেই।
তারপর দেখা যায় দিদার কোলে আরামে বসে রয়েছে ছোট্ট কৃষভি। মা–বাবার ব্যস্ত ব্যাগ গোছানো উপভোগ করছে সে নিজের মতো করে। মাঝে মাঝে চুপচাপ তাকিয়ে দেখে, আবার কখনও খিলখিলিয়ে হাসে— ভিডিওতে ধরা পড়ে সমস্তই।
তাহলে প্রশ্ন, কোথায় যাচ্ছেন কাঞ্চন–শ্রীময়ী–কৃষভি?
মুখে কিছু না বললেও শ্রীময়ীর পোস্টের ক্যাপশনে থাকা সিঙ্গাপুরের জাতীয় পতাকার স্টিকারেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। অর্থাৎ অনুমান করা যাচ্ছে, তাঁদের এবারের বিদেশ সফরের গন্তব্য সিঙ্গাপুর।
যদিও বিমানবন্দর থেকে লাইভ ভিডিওতে কাঞ্চনকে বলতে শোনা যায়,
“এখন চা খাব। তবে কোথায় যাচ্ছি, বলব না!”
তার হাস্যরসাত্মক ভঙ্গিই বুঝিয়ে দেয় চমক রাখতেই চাইছেন তাঁরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই দম্পতি কৃষভিকে নিয়ে পুরী ঘুরে এসেছেন। সেখানকার সমুদ্রের ঢেউ দেখে বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে ছিল একরত্তি কৃষভি। সেই অভিজ্ঞতার পর এবার আসতে চলেছে আরও এক নতুন অধ্যায়— বিদেশ যাত্রা।
অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সিঙ্গাপুরে গিয়ে কী নতুন অভিজ্ঞতা শেয়ার করেন প্রিয় তারকা জুটি ও তাঁদের সোনামণি।