শোকের ছায়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির জীবনে৷ ঘনিষ্ঠ মানুষকে হারিয়েছেন তিনি। ফেসবুকে সম্প্রতি সেই বিষয়ে একটি পোস্ট করেছেন। সেখান থেকেই জানা গিয়েছে রবিবার মা’কে হারিয়েছেন তিনি। এদিন বেলা এগারোটা নাগাদ প্রয়াত হয়েছেন তার মা।
এই বিষয়ে লিখেছেন, ‘এভাবে আমাকে একা করে দিলে মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলেছিলে, আমার পাশে সব সময় থাকবা। আমার এখন কী হবে? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি? কত কথা জমা হয়ে আছে, ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো।’
মা’কে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তার মা ঝর্ণা রায়। ডায়াবেটিস-সহ একাধিক রোগে জর্জরিত ছিলেন তিনি। এরপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ছিলেন আইসিইউতে।
অবস্থা খানিকটা উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। তবে শেষ রক্ষা হয়নি। অভিনেত্রী এর আগে জানিয়েছেন অভিনেত্রী হিসেবে তার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার মায়ের। বরাবর মেয়েকে নায়িকা হিসেবে দেখতে চেয়েছিলেন তার মা।
এমনকি মায়ের উৎসাহ এবং অনুপ্রেরণার দ্বারাই অভিনয়ের দুনিয়ায় এসেছিলেন পূজা। তাই তার মায়ের এভাবে চলে যাওয়া কোনোমতেই মেনে নিতে পারছেন না তিনি। তিনি তার পোস্টে আরো লিখেছেন, ‘নিজেকে সান্ত্বনা দিচ্ছি সবাইকে একদিন চলে যেতে হয়। চিন্তা কোরো না মামুনি তোমার কাছে আমি একদিন আসবো।’