টেস্ট বিশ্বকাপে ফাইনালে জায়গা পাকা করতে পাঁচ দল, ভারতের লড়াই কতটা কঠিন!

kmc 20241128 210611 qiYv26rs3J

ফের পার্‌থে অস্ট্রেলিয়াকে টেস্ট বিশ্বকাপের পয়েন্ট তালিকায় একেবারে শীর্ষে জায়গা করে নিয়েছে ভারত। তবে এই তালিকায় এগিয়ে রয়েছে পাঁচটি দল। ভারত এগিয়ে থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে কোন দল জায়গা পাবে তা এখনও নিশ্চিত নয়। যে পাঁচটি দল এগিয়ে রয়েছে তাদের মধ্যে যেকোনো দু’টি দল ফাইনালে খেলবে। তবে বর্তমানে পয়েন্ট টেবিলে একেবারে শীর্ষে রয়েছে কোহলিরা।

বর্তমানে ভারতের পয়েন্ট ১১০। ইতিমধ্যে যে ১৫টি খেলা হয়েছে তার মধ্যে ৯টি জিতেছে ভারত। ভারতের পয়েন্টের শতাংশ ৬১.১১। পয়েন্টের শতাংশের উপর নির্ভর করে দু’টি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। প্রথম স্থানের পর দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ১৩টি টেস্টের মধ্যে ৮টি জিতেছে এবং ৪টি হেরেছে।

অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০ এবং শতাংশ ৫৭.৬৯। এরপর পয়েন্ট টেবিলে ৩ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পয়েন্ট টেবিলের শতাংশ ৫৫.৫৬। এরপরেই রয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। এরপর পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে ৫৪.১৭। ভারত বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলছে। এটিই তাদের শেষ সিরিজ।

এরপর আগামী জানুয়ারি মাসে শ্রীলঙ্কায় তাদের বিরুদ্ধে দু’টি টেস্ট সিরিজ খেলবে ভারত। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় তাদের বিরুদ্ধে দু’টি টেস্ট সিরিজ খেলতে নেমেছে শ্রীলঙ্কা। এরপর দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার পর পাকিস্তানের সঙ্গে নিজেদের দেশে দুই টেস্ট সিরিজ খেলবে। এদিকে বৃহস্পতিবার ইংল্যান্ডের মধ্যে তিন টেস্টের সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড।

এদিকে পার্‌থে ১-০ জিতে এগিয়ে রয়েছে ভারত। আগামী চারটি সিরিজের মধ্যে তিনটি ভারত জিতলে এবং একটি ড্র হলে সরাসরি ফাইনালে উঠতে পারবে ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কোনো একটি সিরিজ হারলে ভারতের পক্ষে তা আরও কঠিন হয়ে উঠবে।