Lava Agni 4 : ভারতে ২০ নভেম্বর লঞ্চ, ফাঁস হল ডিজাইন ও সম্ভাব্য ফিচার

ভারতে Lava Agni 3-এর উত্তরসূরি হিসেবে আসছে নতুন Lava Agni 4 স্মার্টফোন। সংস্থার প্রকাশিত টিজার ও টিপস্টারদের ফাঁস করা তথ্য অনুযায়ী, আগামী ২০ নভেম্বর বাজারে আসছে এই স্মার্টফোনটি। Lunar Mist ও Phantom Black—এই দুই রঙে লঞ্চ হতে পারে ফোনটি।

টিপস্টার পারস গগলানির দাবি, Lava Agni 4-এর দাম ভারতে ৩০ হাজার টাকার কমেই থাকবে। টিজারে দেখা গিয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি সিরিজের চিপসেটের লোগো, ফলে এই প্রসেসরই থাকার সম্ভাবনা প্রবল।

মেটাল বডি, নতুন ক্যাপচার কন্ট্রোল বাটন

ফোনটিতে প্লাস্টিকের ব্যবহার হবে না—রয়েছে পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেম। ডানদিকে ভলিউম রকারের নিচে যোগ হয়েছে একটি নতুন ‘ক্যাপচার কন্ট্রোল বাটন’, যা অনেকটা আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটনের মতো। স্মার্টফোনে এটি একটি বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।

নাথিং ফোন 2a–এর মতো ক্যামেরা ডিজাইন

Agni 4 ফোনে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। হরাইজন্টাল পিল-শেপ ক্যামেরা আইল্যান্ডে থাকবে দুটি ক্যামেরা সেনসর ও ডুয়াল LED ফ্ল্যাশ। টিজারে ক্যামেরা মডিউল দেখে অনেকেই নাথিং ফোন 2a-এর ডিজাইনের সঙ্গে তুলনা করছেন।

৭০০০ mAh ব্যাটারি ও বড় ডিসপ্লে

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Lava Agni 4-এ থাকতে পারে ৭০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। সঙ্গে থাকবে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও মেটালিক বডি ও প্রিমিয়াম ফিনিশিং থাকবে বলেই জানা গিয়েছে।

FAQ

1. লাভা অগ্নি ৪ কবে লঞ্চ হবে?
➤ ২০ নভেম্বর ভারতে লঞ্চ হবে।

2. ফোনটির সম্ভাব্য দাম কত?
➤ ৩০ হাজার টাকার নিচে দাম শুরু হতে পারে।

3. কোন কোন রঙে পাওয়া যাবে?
➤ Lunar Mist ও Phantom Black।

4. ফোনটি কি মেটাল বডি নিয়ে আসছে?
➤ হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে।

5. নতুন বাটনের কাজ কী?
➤ এটি ‘ক্যাপচার কন্ট্রোল বাটন’, ক্যামেরা শর্টকাট হিসেবে কাজ করবে।

6. ক্যামেরা সেটআপ কেমন?
➤ ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম।

7. ক্যামেরা মডিউল কোথায় থাকবে?
➤ ব্যাক প্যানেলের ওপরের মাঝামাঝি, হরাইজন্টাল ডিজাইনে।

8. LED ফ্ল্যাশ কতটি?
➤ দুটি ডুয়াল LED ফ্ল্যাশ।

9. ফোনের ব্যাটারি কত mAh?
➤ ৭০০০ mAh থাকার সম্ভাবনা।

10. ডিসপ্লে সাইজ কত?
➤ ৬.৭৮ ইঞ্চি।

11. ডিসপ্লের রিফ্রেশ রেট কত হতে পারে?
➤ ১২০ হার্টজ।

12. কোন প্রসেসর থাকতে পারে?
➤ মিডিয়াটেক ডিমেনসিটি সিরিজ চিপসেট।

13. ফোনটি কি ৫জি সাপোর্ট করবে?
➤ হ্যাঁ, এটি ৫জি ফোন।

14. ক্যামেরা মডিউল কি নাথিং ফোন 2a-এর মতো?
➤ টিজার অনুযায়ী ডিজাইনটি অনেকটাই মিল রয়েছে।

15. ফোনটিতে কি প্লাস্টিক ব্যবহার হবে?
➤ সম্ভবত নয়, পুরো মেটাল ফ্রেম থাকবে।

#LavaAgni4 #TechNews #SmartphoneLaunch

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক