ফের উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র! ধর্ষণের শিকার এক নার্সিং পড়ুয়া, শরীরে নৃশংস আঘাত

kmc 20240827 213048 54s9gBVE6g

এবার মহারাষ্ট্রের রত্নাগিরিতে ঘটল আরেক ধর্ষণের ঘটনা। ইতিমধ্যে আর জি কর মেডিকেল হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এরই মাঝে মহারাষ্ট্রে এক নার্সিং পড়ুয়া ধর্ষণের শিকার হলেন। তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে রয়েছে একাধিক নৃশংস আঘাতের চিহ্ন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র।

সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, মহারাষ্ট্রের রত্নাগিরির একটি বেসরকারি হাসপাতালে নার্সিং পড়তেন বছর কুড়ির ওই ছাত্রী। এদিন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য অটো ধরেন। পথে যাওয়ার সময় তাকে গাড়ির চালক জল খাওয়ার প্রস্তাব দেয়। ওই জল খাওয়ার পর তার আর কিছু মনে নেই। এরপর চম্পক ময়দান এলাকায় উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত দেহ।

সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল ওই ছাত্রী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন রত্নাগিরির নার্স ও হাসপাতাল কর্মীরা। ধর্ষকের শাস্তি স্বরূপ বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। স্থানীয়রা রাস্তায় নেমে প্রতিবাদ দেখতে শুরু করেন।

আর এই বিক্ষোভের জেরে বন্ধ করা হয় একাধিক জায়গার যান চলাচল। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এরপর পুলিশের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যে ওই অজ্ঞাত পরিচয়ের অটোচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন,
*প্রচন্ড মাথা ব্যাথা! মাইগ্রেনের যন্ত্রণা শুরুর আগেই তা আটকাবেন কিভাবে? রইলো সেরা উপায়