বেশ কয়েক মাস ধরে শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের নিয়ে সরগরম রয়েছে গোটা ইন্ডাস্ট্রি। প্রি-ওয়েডিং থেকে শুরু করে বিয়েতে জমিয়ে আনন্দ করেছেন বলিউডের সমস্ত তারকারা। এরই মাঝে উঠে এসেছে নতুন একটি বিষয়।
সেটি হল অনন্ত আম্বানির সাথে বিশেষ যোগসূত্র রয়েছে সঈফ আলী খানের পুত্র তৈমুর আলী খানের। ছোট থেকেই লাইমলাইট দখল করেছিল তৈমুর। তার ছবি তোলার জন্য রীতিমতো মুখিয়ে থাকতেন পাপারাজ্জিরা। ধীরে ধীরে এখন সে অভ্যস্ত হয়ে গিয়েছে জনপ্রিয়তার সাথে।
তার বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে ন্যানি ললিতা ডিসিলভাকে। সঈফ-করিনার ছোট ছেলে জেহ্ও বড়ো হচ্ছে সেই ন্যানিরই সহচর্যে। ফলস্বরূপ তিনি সকলের কাছে পরিচিত হয়ে উঠেছেন। অনন্ত এবং রাধিকার প্রীতিভোজও কিন্তু উপস্থিত ছিলেন ললিতা।
আসলে অনন্তকেও ছোটবেলায় দেখাশোনা করতেন তিনি। তার পোস্ট করা একটা ছবিতে দেখা যায় ছোট্ট অনন্তের হাত ধরে হাঁটছেন ললিতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্যারিস ডিজ়নি ওয়ার্ল্ডে অনন্ত আম্বানির সঙ্গে আমি। শিশুদের দেখাশোনা করার কাজ সেই থেকেই শুরু করেছিলাম।’
পাশাপাশি তিনি এও জানিয়েছেন ছোটবেলা থেকেই অনন্ত খুব ভালো ছিলেন। তার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া আম্বানি পরিবারের সকলের সাথে ছবি তুলে তিনি লিখেছেন, ‘আমায় জীবনে অনেক ভালোবাসা ও আনন্দ দেওয়ার জন্য আম্বানি পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। ওনারা এখনও আমাকে পরিবারের একজন ভাবেন।’