জনপ্রিয় গায়ক কুমার শানু কে চেনেন না এমন লোক দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তিনি প্রচুর হিন্দি বাংলা ও অন্যান্য ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। কুমার শানুর ছেলে বাবার মতোই গানের জগতে রয়েছেন, তিনি বিভিন্ন অ্যালবামে গান গেয়ে থাকেন। জান কুমার শানু ‘বিগ বস ১৪’ সিজেনে অংশগ্রহণ করেছিলেন। জান কুমার একটি পডকাস্টে এসে বলেন তিনি নাকি বিগবসে গিয়েছিলেন “কালোজাদু” করে।
জান কুমার শানু বলেন তিনি অনেক চেষ্টা করার পরেও বিগ বসে চান্স পাচ্ছিলেন না, এরপর তিনি এ সমস্যার সমাধান করতে কলকাতায় চলে আসেন। কলকাতা এসে তিনি একটি মহিলার সাথে দেখা করেন যিনি এই “কালাজাদু “করেন।
জান কুমার বলেন যে সে যখন মহিলার সাথে দেখা করেন তখন তার সামনে কয়েকটি বাদর রাখা ছিল, তবে পরে তিনি জানতে পারেন ওগুলো আসলে বাদর নয় মানুষ। ওই মহিলা যা যা বলে তারা ঠিক তাই মেনে চলে। অর্থাৎ মহিলাটি তাদেরকে বশীকরণ করে রেখেছেন। এই দেখে শানুপুত্র ভাবেন যে তিনি একেবারে সঠিক জায়গায় এসেছেন।
বশীকরণ করা ওই মহিলার কথামতো জান কুমার নাকি ছাগল ও মুরগি পর্যন্ত বলি, দিয়েছেন। শানুপুত্র জানান এই বিষয়টি তার কাছে খুবই অস্বস্তিকর ছিল। জান কুমার নাকি কলকাতার ওই মহিলাটির কথা টানা ১৫ দিন সঠিকভাবে মেনে চলেন, এরপর তিনি যখন মুম্বাইতে ফিরে যান তারপর পর পরেই বিগ বস এ তার ডাক আসে। পরে শানুপুত্র একথা স্বীকার করেন যে তিনি নিছকই মজা করে এই কথাগুলো বলেছেন পডকাস্টে।
আরও পড়ুন,
*প্রেমিকের জন্মদিনে বিশেষ চমক কৌশানীর, বিয়ের দিন ঘোষণা করলেন বনি সেনগুপ্ত?