পড়ুয়া শূন্য স্কুল দেশের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে, রিপোর্ট প্রকাশ করল কেন্দ্র

দেশের বিভিন্ন প্রান্তে স্কুলগুলির কেমন অবস্থা কিংবা সেখানে ভর্তির হার কেমন ও স্কুলে শিক্ষক শিক্ষিকার উপস্থিতি কতটা তার একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। আর সেই রিপোর্টের পশ্চিমবঙ্গের অবস্থা দেখে মাথায় হাত অনেকের। ওই রিপোর্টে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে ৩২৫৪টি এমন স্কুল রয়েছে যেখানে গত শিক্ষাবর্ষে একজনও পড়ুয়া ভর্তি হয়নি। এই তালিকায় পশ্চিমবঙ্গের স্থান সকলের উপরে।

তারপরে রয়েছে রাজস্থান। সেখানে পড়ুয়া ভর্তি না হওয়া স্কুলের সংখ্যা ২১৬১। এরপরে রয়েছে দক্ষিণের একটি রাজ্য তেলেঙ্গানা। সেখানে ২০৯৭টি স্কুলে কোনও পড়ুয়া গত শিক্ষাবর্ষে ভর্তি হয়নি। পশ্চিমবঙ্গে যে স্কুলগুলিতে কোনও পড়ুয়া ভর্তি হয়নি সেখানে শিক্ষক ছিলেন ১৪৬২৭ জন। আবার এমন অনেক স্কুল রয়েছে যেখানে অনেক পড়ুয়া ভর্তি হলেও শিক্ষক মাত্র একজন৷

একজন শিক্ষক থাকা এমন স্কুলের সংখ্যা রাজ্যে ৬৩৬৬টি। এছাড়া কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত শিক্ষাবর্ষে প্রায় ১৩ হাজার স্কুলে কোনও পড়ুয়া ভর্তি হয়নি৷ এদিকে সেই স্কুলগুলিতে শিক্ষক ছিলেন ৩১৯৮১ জন। এদিকে ১ লক্ষ ১০ হাজার পড়ুয়া ভর্তি হলেও সেখানে রয়েছে মাত্র একজন করে শিক্ষক।

প্রতিবছর প্রতিটি রাজ্যের হাল হকিকত খতিয়ে দেখতে এমন সার্ভে করা হয়। প্রতিটি রাজ্য সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রতিটি স্কুলে যাবতীয় তথ্য অনলাইনে আপলোড করতে হয়৷ সেখান থেকে পাওয়া তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে কেন্দ্র রিপোর্ট পেশ করে। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, প্রতি ৪০ জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকলে আদর্শ ছাত্র-শিক্ষক অনুপাত ধরা হয়।

এছাড়া বিকাশ ভবন আরও জানিয়েছে, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১১০-১২০ জন পড়ুয়াপিছু এক জন শিক্ষক থাকলেও সেটিকে আদর্শ অনুপাত হিসেবে ধরা যেতে পারে। তবে রিপোর্ট প্রকাশ্যে আসার পর বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, “এই পরিসংখ্যান থেকে যেটা পরিষ্কার হচ্ছে যে শুধুমাত্র ভাতা পাইয়ে দিয়ে বা ব্যাগ, খাতা, ট্যাব পাইয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা যায় না। তার জন্য চাই বুনিয়াদি কাঠামোর উন্নয়ন, যেটা এই সরকার গত ১৩ বছরে অবহেলা করেছে।”

আরও পড়ুন,
*HMP ভাইরাস ঠেকাতে কোন মাস্ক কতটা উপযোগী? কাপড়ের মাস্ক নাকি সার্জিক্যাল মাস্ক পরবেন? জানালেন চিকিৎসকেরা

error: Content is protected !!