বোনঝির সঙ্গে কোমর দোলালেন মিমি চক্রবর্তী! ভিডিও প্রকাশ্যে আসতেই কোটাক্ষের শিকার অভিনেত্রী

kmc 20240721 141320 Xs8RxtN51k 1

সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রতিদিন নানান বিষয় নিয়ে মেতে থাকেন। আর সেই বিষয়গুলির উপর মন্তব্য প্রকাশ করতেও পিছপা হয় না। তেমনই সেলিব্রিটিরা কোনো ছবি বা ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায় নিমেষেই। সেখানে দেখা যায় নানান ব্যক্তির নানান মন্তব্য। সেলিব্রিটিরা কী করছেন, কোথায় যাচ্ছেন আজকাল সবই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায়।

তেমনই সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। আর সেই ভিডিও ঘিরে নানান মন্তব্য শুরু হয়েছে। কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি৷ এদিন মিমি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার বোনঝির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে, তাদের পিছনে একটি টিভিতে ‘তুফান’ ছবির জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ চলছে।

সেই গানের সুর ও তালের সঙ্গে নাচ করছেন মিমি ও তার বোনঝি। তাদেরকে গানটির হুক স্টেপ করতে দেখা গিয়েছে। দু’জনের পরনে রয়েছে টিশার্ট ও শর্টস। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নানান কটু মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। অনেকের মতে এই গানের ভাষা অনেক নিম্ন মানের। তাই এই গানের সঙ্গে একটি শিশুকে নিয়ে নাচ করা মোটেই ঠিক হয়নি মিমির।

কেউ বলেছেন, “ছি ছি একটা বাচ্চার সঙ্গে মিলে এই খারাপ লিরিক্সের গানে নাচছেন।” আবার একজন লিখেছেন, “আপনি মাসি নাকি অন্য কিছু?” তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, “ইশ কী বাজে গানটা! কী খারাপ লিরিক্স।” এর পাশাপাশি আটও একাধিক কমেন্ট দেখা গিয়েছে। বেশিরভাগ কটু মন্তব্য করেছেন মানুষ।

যদিও এই ছবিতেই অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন। এটি ছিল ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি করা ছবি। ছবিটি বাংলাদেশে ব্যাপক ব্যবসা করেছে।