Viral Video: সোশ্যাল মিডিয়ায় নানান ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চমকে গিয়েছেন সকলে। সকলেই জানি গভীর বনজঙ্গলে নানান পশু থাকলেও সকলের উপরে যে থাকে সে সিংহ। বনের সমস্ত পশুরা সিংহদের বাসস্থানের জায়গা এড়িয়ে চলে। সিংহরা যেখানে দল বেঁধে থাকে তার আশেপাশে অন্য পশুদের সেভাবে দেখা যায় না৷
কিন্তু কখনও কখনও অন্যান্য পশুরাও যেমন সীমানা অতিক্রম করে ফেলে আবার কখনও খিদের তাড়নায় সিংহ নিজেও নিজের এক্তিয়ারের বাইরে বেরিয়ে অন্যান্য পশুদের শিকার করে। যদি কখনও একটি সিংহের কবলে কোনো জন্তু পড়ে তবে রেহাই পাওয়ার আশা থাকলেও একের বেশি সিংহের থেকে রেহাই পাওয়ার কোনো আশাই থাকে না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে এক বুনো মোষকে। তবে সে একা নয়, তার সঙ্গে রয়েছে তার শাবক। শাবক ঘাসের উপর শুয়ে রয়েছে এবং পাশেই দাঁড়িয়ে রয়েছে মা মহিষ। আর তাদেরই পিছনে একটি ঝোপ থেকে উঁকি দিতে দেখা গিয়েছে এক সিংহকে। যেই মা মহিষ(Buffalo) একটু অন্যমনস্ক হয়েছে তখনই ওই শাবককে গলায় কামড় বসিয়ে টেনে নিয়ে যেতে উদ্যত হয় সিংহ(Lion)।
কিন্তু তারপরই মা মহিষ তা দেখে ফেলে এবং তার শিং দিয়ে সিংহকে আক্রমণ করতে উদ্যত হয়। পরিস্থিতি বেগতিক দেখে সিংহ মহিষের শাবককে রেখেই পালিয়ে যায়৷ আর এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল(Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বনে সিংহের আক্রমণ থেকে সকলেই নিজেকে বাঁচাতে চায়। নিজের অস্তিত্বের লড়াইয়ের জন্য প্রাণপনে লড়ে যায় সকলে।