মিমির গলায় গান শুনে হতবাক অঙ্কুশ! প্রশংসার ভাষা খুঁজে পেলেন না অভিনেতা

মিমির গান শুনে মুগ্ধ অঙ্কুশ হাজরা! সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। হয়তো অনেকেই জানেন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি মিমি একজন দুর্দান্ত সংগীতশিল্পী। ইতিমধ্যেই তার একাধিক গানের ভিডিও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি নিজের সিনেমার একটি গান গেয়েছেন সহ-অভিনেতার সামনে।

‘রক্তবীজ ২’ সিনেমা মুক্তি পাওয়ার আগে একটি বিশেষ পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন সিনেমার সমস্ত কলাকুশলীরা। যেখানে অঙ্কুশ ও মিমিকে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এরপরই তার হাতে মাইক তুলে দেন সঞ্চালক।

আরও পড়ুন,
প্রয়াত জুবিন গর্গের মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন! এবার বড় সিদ্ধান্ত নিল অসম সরকার

অঙ্কুশ প্রথমে বিষয়টাকে ওতটা গুরুত্ব দেননি, পরে যখন মিমি হঠাৎ করে গাইতে শুরু করেন তিনি হতবাক হয়ে যান। এদিন মিমি এই সিনেমারই জনপ্রিয় গান ‘আমার চোখের নীলে’ গেয়েছেন। তিনি আগেও জানিয়েছেন এই গানটি তার ভীষণই প্রিয়। তারই কয়েক লাইন আত্মবিশ্বাসের সাথে গাইতে শুরু করেন তিনি।

তিনি গান শুরু করতেই চমকে যান অঙ্কুশ। নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারেন না। জানতেন না মিমি এতো সুন্দর গাইতে পারেন। এই ভিডিও উঠে আসতেই দর্শকেরা অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। প্রত্যেকে বলছেন মিমি দুর্দান্ত গান গাইতে পারেন। একইসাথে এও বলেন টলিউডে একমাত্র মিমিই আছেন যিনি ভালো গাইতে পারেন।

উল্লেখযোগ্য, এবারের পুজোতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’ এবং ‘দেবী চৌধুরানী’। টলিউডের তাবড়-তাবড় তারকারা কোমর বেঁধে নেমে গিয়েছে নিজেদের সিনেমার প্রচারে। আপাতত অপেক্ষা সিনেমাগুলি মুক্তির। তারপর বোঝা যাবে কোন সিনেমা কতটা মন জয় করলো দর্শকদের।

আরও পড়ুন,
স্কুবা ডাইভিং করতে গিয়ে সিঙ্গাপুরে মৃত্যু গায়ক জুবিন গর্গের, তার আগে নিজের শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি! কী ছিল তার শেষ ইচ্ছে?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক