Mimi: লাল আনারকলিতে লাবণ্য ছড়ালেন মিমি! দেখুন তার করা বিশেষ পোস্ট

Mimi: লাল আনারকলিতে ঠিক যেন লাল পরী! এমনই বেশে ধরা দিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাকে দেখার পর থেকে যেন চোখ সরছে না ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী ঠিক কতটা সক্রিয় তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নিত্যদিন তিনি নানান ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন।

বিশেষ করে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সাজগোজ করে ফটোশ্যুট করতে দেখা যায় তাকে। সম্প্রতি যে ছবিগুলো পোস্ট করেছেন সেগুলিও সেরকমই একটি ফটোশ্যুটের। পুজোর সময় তাকে এই সাজে দেখা গিয়েছিল। তবে তখন এই লুকে খুব বেশি ছবি পোস্ট করেননি তিনি।

অবশেষে সমস্ত ছবি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিতে অসাধারণ সুন্দরী লাগছিলো তাকে দেখতে। পরনে ছিল লাল রঙের স্লিভলেস আনারকলি, সাথে মানানসই মেকআপ ও গয়না তাকে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছিল। আর নেপথ্যে বেজে চলেছে ‘আঁখো কি গুস্তাখিয়া’ গানটি।

পোস্ট করতেই সেগুলি নিমেষে ভাইরাল। প্রত্যেকের মুখে একটাই কথা মিমি দিন দিন যেন অনেক বেশি সুন্দরী হয়ে যাচ্ছেন। বয়সের তো ছাপ পড়ছেই না বরং ধীরে ধীরে লাবণ্য আরো বেড়েই চলেছে। ভক্তদের পাশাপাশি সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে অন্যান্য তারকাদেরও।

অন্যদিকে কিছুদিন আগে তিনি পৌঁছে গিয়েছিলেন গৌরব চ্যাটার্জির বাড়িতে। বন্ধুবান্ধব সকলের সাথে জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছিলেন। আর তিনি মানেই সেখানে কোনো খুনসুটি ভরা কাজ থাকবেই। আসলে মিষ্টি খেতে ভীষণই পছন্দ করেন তিনি। তবে সেটি খাওয়ার আগে বিভিন্ন নাটক করতে থাকেন। শেষে বলেন তাকে জোর করা হলো বলেই তিনি খেলেন নাহলে খেতেন না।

#Mimi

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক