Mimi: লজ্জা লাল হয়েও সাহসী থাকার কথা বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। এবার হয়তো আপনি ভাবতে পারেন কোন কারণে এমনটা বললেন তিনি? আসলে সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে তেমনটাই লিখতে দেখা গিয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
যেখানে তার অনুগামীদের সংখ্যা চোখে পড়ার মতো। কীভাবে সকলের সাথে যোগাযোগ বজায় রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। নিত্যদিন নানান ছবি ও ভিডিও ভাগ করে নেন সকলের সাথে। বিশেষ করে একান্ত সময় কাটাতেই বেশ পছন্দ করেন তিনি।
সেসব ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এছাড়াও রয়েছে ফটোশ্যুটের বিভিন্ন মুহূর্ত। সম্প্রতি সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে হালকা গোলাপী রঙের আনারকলি, সাথে গা ভর্তি সোনার গয়না।
মনে করা হচ্ছে কোনো গয়নার সংস্থার জন্য বিজ্ঞাপনী ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। তবে সেই বিষয়ে কোনো কিছু জানাননি। শুধুমাত্র ছবি ও কিছু ভিডিও পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘লজ্জায় লাল হয়ে সাহসী থাকো।’ ছবিগুলো পোস্ট করতেই সেগুলি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
প্রত্যেকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন। সকলের মুখে একটাই কথা অভিনেত্রীর গ্ল্যামার যেন সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। বয়সের কোনো ছাপই পড়েনি তার শরীরে। মূলত ভীষণ মেইনটেইন করে চলেন তিনি। যদিও খেতে প্রচুর পছন্দ করেন। তার খাওয়ার নানান হাস্যকর ভিডিও উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
#Mimi
