Mimi: ভালোবাসা, আলো ও সমৃদ্ধি কামনায় ব্রতী মিমি! সকলকে জানালেন দীপাবলির শুভেচ্ছা

Mimi: বাড়ির দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ করে এবার দীপাবলীর আনন্দে মেতে উঠলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। কারণ, এতোটাই লাবণ্যময়ী লাগছিল তাকে দেখতে। দীপাবলিতে সমস্ত অন্ধকার দূর হয়ে আলোকিত হয় চারিদিক।

প্রত্যেকে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে সুখ, সমৃদ্ধি ও শান্তির কামনা করেন। সেরকমটাই করেছেন মিমিও। এদিন বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে তুলেছিলেন। সাথে নিজেও আলোকিত হয়েছিলেন অনেকটা। পোষ্য সারমেয়দের সাথে আনন্দে এই দিনটি কাটিয়েছেন।

আর সেই সব ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো হাতে প্রদীপ নিয়ে বসে রয়েছেন আবার কখনো আপন মনে কথা বলছেন। তার ছবিগুলিতে দুই রকমের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে দুটিতেই অপরূপা লাগছিল তাকে দেখতে। যা জানিয়েছেন নেটিজেনরা।

ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা, আলো এবং সমৃদ্ধি। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, এই আলো সমস্ত হৃদয়কে দয়া এবং মায়া-মমতায় আলোকিত করুক। শুভ দীপাবলি।’ ছবিগুলি দেখার পর তাকেও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

এছাড়াও সেখানে মন্তব্য করেছেন টলিউডের অন্যান্য তারকারা। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলো পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী। উল্লেখযোগ্য, তার বাড়িতে দুর্গাপুজো হয় আরম্বরের সাথে। সেই কটা দিন সক্রিয়ভাবে তাতে অংশগ্রহণ করেছেন তিনি। তার ঠিক করেই বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন ঘরোয়াভাবে। সবমিলিয়ে বলতে গেলে নিজের ঐতিহ্য ও সংস্কৃতিকে বেশ আঁকড়ে ধরেছেন তিনি।

#mimi #diwali

error: Content is protected !!