একসময় পরার জামা, জুতো ছিলো না! আর আজ তিনি টলি ক্যুইন, জানুন মিমির অজানা কাহিনী

এক সময় ফ্যাশন কনটেস্টে যাওয়ার জন্য জুতো বা জামা ছিল না অভিনেত্রী মিমির কাছে। বন্ধুদের কাছ থেকে ধার করে সেগুলি পরে গিয়েছিলেন কনটেস্টে। আর আজ তিনি টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি নিজের স্ট্রাগলের সময়কার কথা তিনি জানিয়েছেন একটি সাক্ষাৎকারে।

বলেন, ‘এক সময় আমার বন্ধুরা এক ফ্যাশন কনটেস্টে নাম লিখিয়ে দেয়। তবে নাম লিখে দিলেও আমার কাছে সেখানে পরে যাওয়ার মতোন জামা বা জুতো ছিল না। টাকা পয়সার সমস্যা ছিল তখন। তো আমরা যেই হোস্টেলে থাকতাম সেখানকার একটা দিদি ছিল সে তার এক বন্ধুর কাছ থেকে জুতো নিয়ে এসেছিল।’

আরও পড়ুন,
দেবকে সামনে পেয়ে জড়িয়ে ধরলেন এক মহিলা ভক্ত! টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে গেল পুলিশ, দেখুন ভিডিও

‘এভাবে বন্ধুর কাছ থেকে জুতো, জামা নিয়ে আমি আমার প্রথম র‍্যাম্প ওয়াক করি। গানের ওপারের আগে আমি একটা সিরিয়াল করেছিলাম চ্যাম্পিয়ন নামে। সেটা আমি পকেটমানির জন্য করেছিলাম। তখন এতোটাই ছোট ছিলাম কাজ সম্পর্কে বুঝতাম না। সেখানে আমি লিড রোলে নয় বরং পাঁচ বন্ধু ছিল তার মধ্যে একজনের চরিত্রে অভিনয় করেছিলাম।’

আরও পড়ুন,
বাবা অভিনেতা, স্বামী প্রযোজক! কতটা সহজ ছিল অভিনয় যাত্রা? অকপট কোয়েল

‘এরপর কাজ করি গানের ওপারেতে। বাকিটা আশা করি সকলেরই জানা।’ এই জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। সেখান থেকে একেবারে সুযোগ পেয়ে যান বড়ো পর্দায়। তার কেরিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা হল ‘বোঝেনা সে বোঝেনা’, ‘রক্তবীজ’ ইত্যাদি।

এর মাঝে একাধিক চড়াই-উতরাই এসেছে তার জীবনে। একসময় টলিউডের নামকরা পরিচালক রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। যদিও এরপর আর কোনো সম্পর্কে জড়াননি মিমি, এখনো পর্যন্ত একাই রয়েছেন জীবনে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক