দ্রুত পৌঁছান যাবে বারাণসী! জানুন কত কিমি বেগে ছুটবে ‘মিনি বন্দে ভারত এক্সপ্রেস’

Mini Vande Bharat Express

Mini Vande Bharat Express: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শীঘ্রই! কারণ, এবার থেকে বারাণসী যাওয়া হবে আরো সহজ। হাওড়া থেকে খুব কম সময়ের মধ্যেই বারাণসী পৌঁছে যেতে পারবেন আপনি। কি অবিশ্বাস্য লাগছে তো? তবে এমনটাই সত্যি।

এবার হয়তো ভাবছেন কীভাবে সেটা সম্ভব হবে? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।
বর্তমানে চেন্নাইয়ের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’এর ১৫ টি রেক। যেখানে থাকবে য ৮টি চেয়ারকার, সাথে ৭ টি স্লিপার কোচ।

হাওড়া থেকে বারাণসীতে ‘বন্দে ভারত এক্সপ্রেস’ চালানোর জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। এবার হয়তো খুব শীঘ্রই সেই জল্পনার বাস্তবায়ন হতে চলেছে। কারণ, এখানে নাকি ৮ কামরার একটি মিনি রেক চালানো হতে পারে। ঘন্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন।

এক বছর আগেই রেল বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। মনে করা হচ্ছে এনডিএ সরকার গঠনের পর খুব শীঘ্রই এই বিষয়টি বাস্তবায়িত হবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে ‘মিনি বন্দে ভারত এক্সপ্রেস’এর। যা খুব তাড়াতাড়ি সুখবর আনবে যাত্রীদের কাছে।

এই রুটে ‘বন্দে ভারত’ চালু হলে তা উন্নয়ন এবং ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে ইতিমধ্যে বারাণসীর রুটে পাটনা, রাঁচি আর নতুন দিল্লীর ‘বন্দে ভারত’। চলে তবে হাওড়া থেকে বারাণসী চালু হলে সেটা সরাসরি বারাণসী স্টেশন পর্যন্ত পরিষেবা দেবে।