Mosquitoes will stay away without coils, know the way

গরমকালে মশার উপদ্রব বাড়তে থাকে। মশার উপদ্রবে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তাই মশা তাড়াতে সকলে স্প্রে, কয়েল ব্যবহার করেন। কিন্তু এসবের দরকার নেই। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু মশা তাড়ানোর উপায় যা ব্যবহার করলে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তেমনই মশা তাড়ানো সহজ হবে।

কর্পূর – কর্পূরের গন্ধ মশা সহ্য করতে পারে না৷ তাই মশা তাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলে কর্পূর। দোকান থেকে কর্পূর কিনে আনতে হবে। এরপর একটি পাত্রে কর্পূরের গুঁড়ো দিয়ে সেটিতে জল দিয়ে ঘরের এক কোণায় রেখে দিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন ঘরে কোনো মশা থাকবে না। দু’দিন পর পাত্রে জল পরিবর্তন করুন৷ এমন উপায় অবলম্বন করলে ঘরে থাকা পিঁপড়ে দূর হবে। ঘরে মশা ও পিঁপড়ে দূর হবে। ঘর হবে পরিষ্কার।

লেবু ও লবঙ্গ – প্রথম একটি লেবু নিন৷ এরপর সেটিকে দু’টি টুকরো করুন। এরপর কেটে নেওয়া লেবুর ভিতরের অংশে কয়েকটি লবঙ্গ গেঁথে দিতে হবে। মাথার দিকের অংশ বাইরে রেখে গোটা লবঙ্গ লেবুতে গেঁথে দিন। এরপর সেটি ঘরে রাখুন, ঘরের মশা ধীরে ধীরে কমতে থাকবে। লেবুটি জানালার পাশেও রাখতে পারেন৷ তাহলে গন্ধে আর মশা ঘরে প্রবেশ করবে না।