৩০ নভেম্বর চন্দননগরের রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায়ের সঙ্গে চার হাত এক হয়েছে অভিনেত্রী ও জাদুকরকন্যা মৌবনী সরকারের। বিয়ের পর কলকাতা থেকে দূরে নতুন শহর, নতুন পরিবার—সব মিলিয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। কীভাবে কেটে যাচ্ছে এই নতুন পথচলা? বাংলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
নতুন পরিবেশেও মিলছে চেনা অনুভূতি
মৌবনীর কথায়, নতুন বাড়িতে গিয়ে অচেনা লাগার কোনো সুযোগই হয়নি। তিনি বলেন,
“নতুন পরিবেশে এসে মানিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি একবারেই। মনে হচ্ছে সকলেই যেন খুব চেনা। বিয়ের পরের এই জীবন আমার কাছে একটা নতুন শুরু”।
স্বামী সৌম্যকে খুব কম কথার মানুষ বললেও, তাঁর সংযত ও ন্যায্য স্বভাবই অভিনেত্রীকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। মৌবনী জানান,
“ও খুব কম কথা বলে, কিন্তু যা বলে সেটা খুবই ন্যায্য কথা। ও আমার ভীষণ খেয়াল রাখছে। বাড়ির বাকিরাও তাই।”
শ্বশুরবাড়িতে পা রেখেই রান্নার আনুষ্ঠানিকতা
বাঙালি বিয়ের নানা রীতি-নীতির মধ্যে অন্যতম হলো নতুন বউয়ের পায়েস রাঁধা। মৌবনীও সেই নিয়ম পালন করেছেন প্রথমদিনেই। তবে স্বীকার করলেন, রান্নায় তিনি ততটা পারদর্শী নন।
“আমি যেহেতু সেভাবে রান্না পারি না, তাই শাশুড়িমা পাশে দাঁড়িয়ে সব সাহায্য করেছেন। আমি শুধু খুন্তি নেড়ে দিয়েছি।”
রীতিমতো হাসিমুখে, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে নিয়ম পালন করেছেন অভিনেত্রী।
চলছে মধুচন্দ্রিমার পরিকল্পনা, মন এখন প্যারিস-প্যারিস
চন্দননগর ফরাসি ঐতিহ্যে ঘেরা শহর। সেই পরিবেশই মৌবনীর মনে নাড়া দিয়েছে—যেন ফ্রান্সের কথা আরও বেশি মনে পড়ে যাচ্ছে। তাই মধুচন্দ্রিমার গন্তব্য হিসেবে প্যারিসই প্রথম পছন্দ দম্পতির।
আরও পড়ুন
Alia-Ranbir: বহুমূল্য বাড়িতে ‘গৃহপ্রবেশ’ সম্পন্ন করলেন আলিয়া-রনবীর, ভাগ করে নিলেন একাধিক ঝলক
মৌবনী জানান,
“চন্দননগরের ফরাসি পরিবেশ যেমন ঘুরে দেখছি, তেমনই মনটা প্যারিস-প্যারিস করছে। তাই মধুচন্দ্রিমায় ওখানেই যাওয়ার পরিকল্পনা রয়েছে। বাকিটা সময় বলবে।”
আরও পড়ুন
SRK-Kajol: শাহরুখ-কাজলের মূর্তি স্থাপিত হলো লন্ডনে! উচ্ছ্বসিত তারকা জুটি
নতুন সংসার, নতুন অধ্যায়
শ্বশুরবাড়ির সবার ভালোবাসা, স্বামীর যত্ন, এবং সামনে অপেক্ষা করা এক নতুন জীবন—সব মিলিয়ে উচ্ছ্বাসে ভরপুর মৌবনী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও তিনি উপভোগ করছেন নয়া যাত্রার প্রতিটি মুহূর্ত।
নতুন সংসার ও নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী—আর এই পথচলা যে আরও সুন্দর হবে, তা তাঁর হাসিখুশি কথাতেই স্পষ্ট।
আরও পড়ুন
Tumi ke: টলিউডে প্রথম ট্যাঙ্গো নাচ ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’এর ‘তুমি কে’ গানে! মুগ্ধ দর্শক