মাত্র ২৭ বছর বয়সে রহস্যজনক মৃত্যু অভিনেতা কোলে ব্রিংস প্লেন্টির। সম্প্রতি কানসাসের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। অভিনেতার পরিবারের তরফ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পুলিশের তরফ থেকে বলা হয় এই অভিনেতার বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ দায়ের করা হয়েছিল। গত সপ্তাহে লরেন্স এলাকার ফ্ল্যাট থেকে এক মহিলা পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেছিলেন সাহায্য চেয়ে। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ওই তারকা পালিয়ে যান।
এই ঘটনার পর লরেন্স পুলিশের পক্ষ থেকে অভিনেতাকে গ্রেপ্তারের আর্জি জানিয়ে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কাছে হলফনামা জমা দেওয়া হয়। এমনকি তারপর থেকে এই অভিনেতার খোঁজ চালানো হচ্ছিলো। গত শনিবার কানসাস পুলিশের কাছে একটি ফোন আসে। তাদের জানানো হয় জঙ্গলে একটি খালি গাড়ি দেখা গিয়েছে।
খবর পাওয়ামাত্র সেখানে পৌঁছায় পুলিশ। সেখানে দেখা যায় কিছুটা দূরে ওই অভিনেতার নিথর দেহ পড়ে রয়েছে। কীভাবে তার মৃত্যু হলো সেই রহস্য এখনো উদঘাটিত হয়নি। আপাতত তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য, ‘প্যারামাউন্ট’এর ওয়েবসিরিজ ‘১৯২৩: ইয়েলোস্টোন স্পিন অফ’এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
এরপর তাকে আরো কিছু ওয়েবসিরিজ যেমন ‘দ্য টল টেলস অফ জিম ব্রিজার’, ‘ওয়াইল্ড ফ্রন্টিয়ার’এ দেখা যায়। অন্যদিকে তার এই অকাল প্রয়াণে শোকাহত অনুরাগীরা। আর তার পরিবারের তরফ থেকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন,
*বছরের প্রথম সূর্যগ্রহণ, আর্থিক সংকটে পড়বে ৩ রাশি
*পরকীয়ার জড়িয়েছিল সহ অভিনেত্রীর সঙ্গে, বছর ঘুরতেই অন্তঃসত্ত্বা রাহুলের স্ত্রী প্রীতি