X-59 সুপারসনিক জেট তৈরী করেছে আমেরিকা, বেগ ১৫০০ কিমি, আর কি বিশেষত্ব আছে

নাসা ও লকহিড মার্টিনের তৈরি X-59 সুপারসনিক জেটের প্রথম সফল উড়ান সম্পন্ন হয়েছে। এটি শব্দের চেয়ে দ্রুত উড়ে খুব কম শব্দ সৃষ্টি করে।

বিশ্বজুড়ে চমক সৃষ্টি করেছে নাসার নতুন সুপারসনিক বিমান X-59। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ও লকহিড মার্টিন যৌথভাবে তৈরি এই বিমানটি সফলভাবে তার প্রথম পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। ঐতিহাসিক এই উড়ানটি অনুষ্ঠিত হয় ২৮ অক্টোবর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।

c1 20251029 19264103

X-59-এর বিশেষত্ব হলো—এটি শব্দের গতির চেয়েও দ্রুত উড়তে পারে, অথচ এর তৈরি শব্দ অত্যন্ত কম। সাধারণত সুপারসনিক বিমানের “সনিক বুম” মানুষের কানে বিরক্তিকর শব্দ সৃষ্টি করে, কিন্তু X-59 ডিজাইন করা হয়েছে ‘নীরব সুপারসনিক’ প্রযুক্তি দিয়ে, যাতে শব্দের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রিত থাকে।

প্রযুক্তি
ভারতের হাতে আসছে ‘গাণ্ডীব’ ব্রহ্মাস্ত্র, ঘন্টায় ৫৫০০ কিমি বেগে ধেয়ে ধ্বংস করবে শত্রু

প্রথম উড়ানটি পরিচালনা করেন নাসার প্রধান পরীক্ষামূলক পাইলট নীলস লারসেন। সকাল ৮টা ১৪ মিনিটে তিনি ক্যালিফোর্নিয়ার পামডেল থেকে উড্ডয়ন করেন এবং এডওয়ার্ডসের নাসা আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে নিরাপদে অবতরণ করেন। প্রায় ৩০ মিনিটের এই উড়ানে বিমানের সব সিস্টেম স্বাভাবিক পাওয়া যায়।

এই সফল পরীক্ষা ভবিষ্যতের দ্রুত এবং নীরব বিমান যাত্রার নতুন যুগের সূচনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রযুক্তি
এবার পুতিনের পরমাণু শক্তিচালিত ‘Poseidon’ সাবমেরিনে কাঁপছে আমেরিকা-ইউক্রেন

#NASA #LockheedMartin #X59 #SupersonicJet #Aviation #Technology #Innovation #Science #FlightTest #California

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক