জীবন যেনো নতুন করে সাজাচ্ছেন তিনি, নতুন প্রেমিকা থেকে তার ব্যবহৃত কোটি টাকার ঘড়ি, আর কী কী বহুমূল্য জিনিস ব্যবহার করেন হার্দিক পান্ডিয়া?

জীবনকে তিনি এখন নতুন করে সাজাচ্ছেন। নাতাশা স্টানকোভিচ হোক বা বাকি প্রেমিকা, সকলেই এখন তার জীবনে অতীত। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নতুন করে বাঁচতে চাইছেন। আর সেই ছবিই এখন তার সোশ্যাল হ্যান্ডেলে ধরা পড়ে। তার প্রেম জীবনকে যেমন তিনি সাজাতে চাইছেন তেমনই তার নিজেকে সাজানোর যে প্রয়াস যা কারোর নজর এড়িয়ে যায়নি। তার ছবিতে হাত হাতঘড়ি থেকে শুরু করে জামাকাপড় ইতিমধ্যে নজর কেড়েছে নেট দুনিয়ার মানুষকে।

আর তারপরই নেট দুনিয়ার একাংশ সেই জামাকাপড় ও হার্দিকের ব্যবহৃত জিনিসের দাম নিয়ে চর্চা করতে শুরু করেছেন। সম্প্রতি হার্দিক যে ছবি পোস্ট করেছেন সেখানে সকলের নজর কেড়েছে তার হাত ঘড়ি, পায়ের জুতো কিংবা গায়ে পরা জামার উপর। আর সেই দাম জানলে চোখ কপালে উঠবে সকলের। ছবিতে দেখা গিয়েছে, হার্দিকের পরনে রয়েছে ট্রপিকাল স্টার শার্ট, যেটির দাম জানা গিয়েছে ৮৬ হাজার টাকারও বেশি।

খবর
বলিউডের হাসির রাজা সতীশ শাহ অভিনয় করেছিলেন একাধিক ছবিতে, তবুও তার মনে থেকে গিয়েছিল একটি আক্ষেপ

এর পাশাপাশি তার পায়ে যে জুতো রয়েছে সেটি লুই ভিটন ওয়াটারফ্রন্ট মুলের। সেটির দাম নাকি ৬৭ হাজার টাকা। তবে সবথেকে নজর কেড়েছে হার্দিকের হাতে পরা ঘড়িটি। সেটির দাম শুনলে চমকে যেতে হয়। কারণ প্যাটেক ফিলিপ নটিলাস প্ল্যাটিনাম ‘এমেরাল্ড’ ঘড়িটির দাম জানা গিয়েছে, ১২.৩ কোটি টাকা। হার্দিকের ব্যবহৃত বহুমূল্যের জামাকাপড় ও হাত ঘড়ি দেখে নেট দুনিয়ার একাংশ শিউরে উঠেছেন।

Picsart 25 10 26 08 32 05 437

নাতাশার সঙ্গে বিয়ে ভাঙার পর একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক। কিন্তু কোনো সম্পর্ককে স্থায়ী স্থান দেননি। অবশেষে জন্মদিনের দিন তার বর্তমান প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে না জানালেও একের পর এক ছবি দেন। বাকিটা বুঝতে যদিও আর কারোর বাকি থাকেনি। সম্প্রতি দীপাবলিতেও তার নতুন প্রেমিকার সঙ্গে চোখে চোখ রেখে ছবি দিয়েছেন তিনি। সমুদ্র সৈকতে বেড়ানো থেকে বিদেশের নানান জায়গায় তারা একসঙ্গে ঘোরাফেরা করছেন, আর সেই ছবিও এসেছে প্রকাশ্যে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক