মায়াপুর যাত্রা আরও সহজ! শিয়ালদহ–আমঘাটা নতুন লিংক ট্রেনের সময়সূচি প্রকাশ

নদিয়ার মায়াপুরে ভ্রমণ বা তীর্থযাত্রার পরিকল্পনা যারা করেন, তাঁদের জন্য এবার বড় সুখবর। শিয়ালদহ থেকে মায়াপুরের নিকটবর্তী আমঘাটা স্টেশন পর্যন্ত যাতায়াত আরও সহজ করতে চালু হয়েছে নতুন লিংক ট্রেন। এই নতুন পরিষেবা সক্রিয় হওয়ায় এখন আমঘাটা থেকে কৃষ্ণনগর এবং সেখান থেকে সরাসরি শিয়ালদহে পৌঁছানো যাবে একটানা সংযোগে। বিশেষ করে উইকএন্ডের ভ্রমণকারীদের জন্য এটি অত্যন্ত সুবিধাজনক।

রানাঘাট–কৃষ্ণনগর–আমঘাটা করিডর বরাবর এই পরিষেবার মাধ্যমে বহু যাত্রীর সময় ও ভ্রমণ–ঝামেলা কমবে। মায়াপুর ISKCON-এ যেতে হলে আগে কৃষ্ণনগর পর্যন্ত আলাদা ট্রেন বা গাড়ির উপর নির্ভর করতে হত। এখন আমঘাটা পর্যন্ত সরাসরি লোকাল ট্রেন পৌঁছে দেওয়ায় যাত্রা অনেকটাই সহজ হয়েছে।

নীচে দেওয়া হল সকাল, দুপুর ও রাতের আপ–ডাউন সকল লোকাল ট্রেনের সময়সূচি—
pro

সকালের আপ লোকাল সময়সূচি
*রানাঘাট থেকে ছাড়বে: ৬:০৫
*কৃষ্ণনগরে পৌঁছবে: ৬:৩৮
*আমঘাটায় পৌঁছবে: ৭:০০

সকালের ডাউন লোকাল সময়সূচি
*আমঘাটা থেকে ছাড়বে: ৭:০৮
*কৃষ্ণনগর: ৭:২৩
*রানাঘাট: ৮:২৮
*বনগাঁ পৌঁছবে: ৯:১৫

দুপুরের আপ লোকাল সময়সূচি
*শিয়ালদহ থেকে ছাড়বে: ১০:৫২
*কৃষ্ণনগর: ১:১৫
*আমঘাটা: ১:৪৫

লোকাল ট্রেন

দুপুরের ডাউন লোকাল সময়সূচি
*আমঘাটা থেকে ছাড়বে: ১:৫৩
*কৃষ্ণনগর: ২:১৫
*শিয়ালদহ পৌঁছবে: ৪:১৫

রাতের আপ লোকাল সময়সূচি
*শিয়ালদহ থেকে ছাড়বে: ৬:৪৩
*কৃষ্ণনগর: ৮:৫৯
*আমঘাটা: ৯:১৫

আরও পড়ুন
সাঁতরাগাছি-শিয়ালদহ সংযোগে নতুন HB9 রুট, যাত্রীদের মিলল বড় সুবিধা

রাতের ডাউন লোকাল সময়সূচি
*আমঘাটা থেকে ছাড়বে: ৯:৩৮
*কৃষ্ণনগর: ১০:২২
*শিয়ালদহ পৌঁছবে: ১২:৪০

আরও পড়ুন
সকালের দৌড়–হাঁটায় বায়ুদূষণের ঝুঁকি: কখন নিরাপদ, কী বলছেন চিকিৎসকরা

এই নতুন সংযোগের ফলে শিয়ালদহ–মায়াপুর ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় ও দ্রুত হয়ে উঠতে চলেছে। মায়াপুর–নবদ্বীপে পর্যটন এবং ধর্মীয় যাত্রায় উল্লেখযোগ্য সুবিধা মিলবে বলেই মনে করছেন যাত্রীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক