ত্রিশ পূর্ণ করেই স্ত্রী-সন্তানের সাধ ওরির! পাত্রীর তালিকায় উর্বশী রাউতেলা

হঠাৎ করে স্ত্রী ও সন্তানের জন্য মনকেমন করছে বলিউডের রহস্যময় স্টার অরির। সমকামিতার উর্ধ্বে গিয়ে এবার তিনি পরিবার শুরু করতে চাইছেন। বহুচর্চিত ওরিকে চেনেন না এমন মানুষ নেই বললেই চলে। একসময় হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় আগমন হয় তার।

এমন কোনো বলিউড তারকা নেই যার সাথে তাকে দেখা যায়নি। তার একটি বিশেষ ধরনের পোজ রয়েছে, তাতেই সকলের সাথে ছবি তুলতে দেখা যায় তাকে। আর এতে নাকি বলিউড তারকাদের কেরিয়ারে অনেক উন্নতি আসে। ওরির পুরো নাম ওরহান আওয়াত্রামানি।

একসময় হঠাৎ করে বলি দুনিয়ায় আগমন হয় তার। মূলত বিলাসবহুল জীবনযাত্রা ও বলি তারকাদের সাথে ওঠাবসা সবমিলিয়ে একপ্রকার শিরোনামে উঠে আসেন তিনি। তবে আজ পর্যন্ত তার পেশা সম্পর্কে কোনো সঠিক তথ্য পাননি দর্শকেরা। একইসাথে তার যৌন পরিচিতি নিয়েও ধন্দে ছিলেন সকলে।

এবার সেই বিষয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় খালি গায়ে কানে সিগারেট গুঁজে কাঁদছেন তিনি। আর ওপরে ক্যাপশনে লেখা, ‘সকলকে ধন্যবাদ। একজন সমকামী হিসেবে বেশ মজাতেই ছিলাম। তবে আমার ৩০ বছর পূর্ণ হয়েছে সময় হয়েছে স্ত্রী ও সন্তানের।’

একইসাথে তিনি সকলকে সম্বন্ধ দেখার কথাও বলেছেন। যে বিষয়টা দেখার পর মজা পেয়েছেন নেটিজেনরা। একজন তো আবার এও লিখেছেন, ‘তুমি আর উর্বশী রাউতেলা বিবাহিত নও?’ এছাড়াও আরো মজাদার মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে।

error: Content is protected !!