Parambrata: ছেলেকে নিয়ে দীপাবলিতে কী কী পরিকল্পনা রয়েছে তা জানালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata)। কয়েকমাস আগেই বাবা হয়েছেন তিনি। ফলস্বরূপ অন্যান্যবারের চেয়ে এবারের সমস্ত অনুষ্ঠানগুলোই তাদের ক্ষেত্রে বিশেষ হতে চলেছে। এই যেমন দুর্গাপুজোয় ছেলে নিষাদকে নিয়ে একসঙ্গে ঘুরেছেন পিয়া এবং পরম।
পুজো পার হয়ে দেখতে দেখতে দীপাবলি চলেই এলো। সেই উপলক্ষ্যেই এবার নতুন পরিকল্পনা। সম্প্রতি একটি সাক্ষাৎকারের দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সঞ্চালিকা তাকে বলেন, ‘পরমদা শুভ বিজয়া এবং সাথে শুভ দীপাবলি। এবার দীপাবলিতে ছেলেকে নিয়ে কী পরিকল্পনা রয়েছে তোমার?’
উত্তরে পরম বলেন, ‘প্রত্যেক বছর দীপাবলিতে আমার একটা পরিকল্পনা থাকে। আমার একজন অধ্যাপক রয়েছেন যার বাড়িতে বহু বছর ধরে পুজো হয়। খুবই ছোট করে হলেও সেটা আমার নিজের বাড়ির মতোনই। সেখানেই বাজে ফাটানো এবং অন্যান্য অনুষ্ঠান থাকে। ভাবছি নিষাদকে নিয়েই সেখানে যাবো।’
সন্তান জন্মের পর থেকে সব জায়গায় তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন অভিনেতা। যদিও প্রথমদিকে তাকে সোশ্যাল মিডিয়া থেকে খানিক দূরেই রেখেছিলেন। তবে ধীরে ধীরে জনসমক্ষে এনেছেন পুত্রকে। আর তাকে দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।
সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকে ছেলের নাম রেখেছেন নিষাদ। যদিও এই নিয়ে খানিক সমালোচনা হয়েছিল তবে সেসবকে কখনোই পাত্তা দেন না পরম-পিয়া। হাজারো সমালোচনা, ঝড়ঝাপটা পেরিয়ে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন এই জুটি।